কুষ্টিয়ায় সাংবাদিকে মারধর: ছাত্রলীগ নেতা গ্রেফতার

0
529

কুষ্টিয়া জেলার সাংবাদিক পেটানোর মামলায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোরে আলমডাঙ্গার শহরের বাবু পাড়ার আবু তালেব মাস্টারের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

দিপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশচন্দ্র সরকার ও ক্যামেরাপার্সন হারুন অর রশিদের উপর হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে জালিয়াতির করে জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে শনিবার (৫ ডিসেম্বর) কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন কুষ্টিয়া শহরজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহমেদের নেতৃত্বে তাণ্ডব চলে কুষ্টিয়া শহরে। সেসময়ে সংবাদ সংগ্রহ করতে গেলে কুষ্টিয়ার মজমপুর এলাকায় দিপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশচন্দ্র সরকার ও ক্যামেরাপার্সন হারুন অর রশিদ এর ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় ৬ ডিসেম্বর কুষ্টিয়া মডেল থানায় দেবেশচন্দ্র বাদী হয়ে সাদ আহমেদকে প্রধান আসামি করে মামলা দায়ের করে। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × one =