মার্কিন মেরিন ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সরিয়ে নেয়া হয়েছে ৭ হাজার মানুষ

0
671

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে এবং সময়ের ব্যবধানে তা বিস্তার লাভ করছে। এরইমধ্যে ওই এলাকা থেকে সাত হাজারের বেশি মানুষ সরিয়ে নেয়া হয়েছে। গত বুধবার অগ্নিকাণ্ড শুরু হয় এবং বৃহস্পতিবার দুপুরের মধ্যেই তা তিন হাজার একর ভূমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার বন এবং দাবানল নিয়ন্ত্রণ বিভাগ এই তথ্য দিয়েছে।

এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায় নি তবে আগুনের ভয়াবহতা বিবেচনা করে ঘাঁটির কাছাকাছি যে সমস্ত ঘর-বাড়ি রয়েছে সেখান থেকে লোকজন সরিয়ে নেয়া হয়। মধ্যরাত পর্যন্ত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নি বলে জানিয়েছেন দমকল বাহিনীর ক্যাপ্টেন থমাস শুটস। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১০ হাজার ঘর-বাড়ি ভস্মিভূত ও ৩০ জন নিহত হয়েছে। এরপর আবার সেখানে অগ্নিকাণ্ড শুরু হলো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 15 =