হবিগঞ্জে ব্যাংক কর্মকর্তাদের সাথে সদর মডেল থানা পুলিশের মতবিনিময়

0
558

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জে ব্যাংক বীমা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা এসংক্রান্ত বিষয় নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে সদর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানা কর্তৃক আয়োজিত ব্যাংকার্স এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়, ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মর্তুজ আলীর সভাপতিত্বে সদর মডেল থানার এসআই মোঃ জুয়েল সরকার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর সার্কেল জনাব মোঃ রবিউল ইসলাম,


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম মোঃ কেএম ওবায়দুর রহমান,ও হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী, ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, মতবিনিময় সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম বলেন, ব্যাংকের কার্যক্রম পরিচালনায় সিসি ক্যামেরা স্থাপন, সিকিউরিটি গার্ডের নিরাপত্তা, ব্যাংক ভবনের নিরাপত্তা, আর্থিক লেনদেন সংক্রান্ত যেকোন বিষয়ে পুলিশ

স্টাফের সাহায্য সহযোগিতা নেওয়া এবং কর্মস্থলের জন্য স্বাস্থ্যবান সিকিউরিটি গার্ড অস্ত্রসহ, অফিস কক্ষে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, তাহলে অনেকটা নিরাপদে গ্রহকরা লেনদেন করতে পারবেন, এছাড়া সভায় ব্যাংক কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যার তথ্য তুলে ধরলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুক আলী মনোযোগ সহকারে তা শোনেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন,

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + three =