আপন মনে একজন মাওলানা কবরস্থানের পাশ দিয়ে হেঁটেযাচ্ছিলেন হঠাৎ গোরস্তানে কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন

0
659

আপন মনে একজন মাওলানা কবরস্থানের পাশ দিয়ে হেঁটেযাচ্ছিলেন হঠাৎ গোরস্তানে কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন
সামনে পিছে তাকিয়ে কাউকে খুঁজে পেলেন না কোরআন তিলাওয়াত চলছে তো চলছেই। মাওলানা উপায়ন্তর না দেখে চোখ বুঝে মোরাকাবায় বসলেন।দেখতে পেলেন একজন ব্যক্তি কবরে বসে কুরআন তিলাওয়াত করছেন। মাওলানা কবরের ভিতর বসে তিলাওয়াতের হেতু জানতে চাইলেন। কবর থেকে জবাব এলো ভাই আমি পৃথিবীতে হাফেযে কুরআন ছিলাম।


এতো অধিক পরিমান তিলাওয়াত করেছ যে, কুরআনের স্বাদ এখনো মুখে লেগে আছে। তাই মৃত্যূর পর আল্লাহর কাছে তিলাওয়াতের অনুমতি প্রার্থনা করলাম।আল্লাহ অনুমোদন দিলেন। মৃত্যূ হতে আজ অবধি পাঁচ হাজার খতম তিলাওয়াত করেছি। শোনা মাত্রই উপরের মাওলানা বলে উঠলেন “সুবহানাল্লাহ“। কবরের ব্যক্তি বললেন, ভাই!


আমার পাঁচ হাজার খতম তিলাওয়াত আপনি নিয়ে যান। আপনার ‘সুবহানাল্লাহ’র সওয়াব আমাকে দেন।কেননা, আমি এখন প্রতিদান জগতে অবস্থান করছি। তাই আমার বর্তমান আমলের কোন মূল্য নাই।আপনি আমলের জগতে আছেন আমার পাঁচ হাজার খতমের চেয়েও আপনার ‘সুবহানাল্লাহ’র মূল্য অনেক বেশী।


সুবহানাল্লাহ্ বন্ধুগন! আমি, আপনি,আমরা এখন আমলের জগতে অবস্থান করছি। সুবহানাল্লাহ্ সত্যিই তাই। আমাদের আজকের আমলই আগামী দিনের পথের। আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক…..

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + 15 =