ঘুড়ির ডানায় বিশ্বব্যাপী আনন্দের বার্তা ছড়াতে চান মেয়র তাপস

0
583

পুরান ঢাকায় সাকরাইন উৎসবের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, আমরা উৎসব করতে জানি, আনন্দ করতে জানি তা সাকরাইন উৎসবের মাধ্যমে বিশ্বব্যাপীকে জানাতে চাই।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে পুরান ঢাকার সূত্রাপুরের পাতলাখান লেনের একটি বাড়ির ছাদে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র তাপস বলেন, এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে ঘুড়ি উৎসব করা হচ্ছ। আনন্দের মধ্য দিয়ে পুরো ঢাকাবাসী তা উপভোগ করছেন।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ঢাকার ঐতিহ্যকে লালন, সংরক্ষণ ও পালন করা। সেই লক্ষ্যে এখন থেকে প্রতি বছর এই আয়োজন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর মাধ্যমে আমরা ঢাকার সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারব।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 5 =