Site icon Aparadh Bichitra

ইসরাইলের সঙ্গে সবধরনের যোগাযোগ ‘বন্ধ’ করে দিয়েছে সৌদি আরব

ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সৌদি আরব। আজ শনিবার লন্ডন ভি’ত্তি’ক সৌদি অনলাইন পত্রিকা ইলাফের বরাত দিয়ে এ খবর প্র’কা’শ করেছে মিডল ইস্ট মনিটর।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী

বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে বলা হয়েছে,দুই মাস আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠক করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বি’ন সালমান। সেই তথ্য ফাঁস করার অ’ভি’যো’গে এ সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ।নাম

প্রকাশ না করার শর্তে ইসরায়েলি প্রশাসনের এক সিনিয়র ক’র্ম’ক’র্তা বলেছেন, রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক বদলে গেছে এবং এটা প্র’কা’শ পেয়েছে যে, সৌদিরা ইসরায়েলের সঙ্গে পুরোপুরি যো’গা’যো’গ বিচ্ছিন্ন করে দিয়েছে।

এই কর্মকর্তা আরো জানান যে, সৌ’দি আরব মার্কিন মধ্যস্থতায় অপ্রত্যক্ষ যোগাযোগের জবাব দেয়নি। বৈ’ঠ’ক সম্পর্কিত সংবাদ ফাঁস হওয়ার প্রতিক্রিয়ায় এই কথা বলেছে আ’র’ব রাষ্ট্রটি।অবশ্য বৈঠকের কথা অ’স্বী’কা’র করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স

ফয়সাল বিন ফারহান।ফিলিস্তিন ইস্যুতে অ’গ্র’গ’তি না হলে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো চু’ক্তি’তে স্বাক্ষর করবে না বলেও ফয়সাল বিন ফা’র’হা’নে’র বরাত দি
য়ে জানিয়েছেন এই ইসরায়েলি কর্মকর্তা।