Site icon Aparadh Bichitra

হবিগঞ্জে মামলা করে নিরাপত্তাহীনতা ভুগছে সাংবাদিকের পরিবা

হবিগঞ্জ জেলা প্রদিনিধি: হবিগঞ্জ জেলায় মামলা করেও আসামীদের হুংকারের  জীবন নিরাপত্তাহীনতা ভুগছে সাংবাদিকের পরিবার। জানাযায় ভুক্তাভুগী সাংবাদিকের নাম জমির আলী পিতা-মৃত  :মকবুলহোসেন, সাং-পশ্চিম ভাদৈ, মডেল মসজিদ আ/এ, পোঃ-বহুলা, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, বর্তমান। গত ১৭/০১/২০২১ইং তারিখে রিপন মিয়া, পিতা-মৃত নূর আলী,সাং-বড় বহুলা, উপজেলা/থানা-হবিগঞ্জ সদর, হবিগঞ্জ,  মোঃ সোহাগ মিয়া, পিতা-মোঃ হারুন মিয়া, সাং-মাহমুদাবাদ, উপজেলা/থানা-হবিগঞ্জ সদর, হবিগঞ্জ,  মোঃ বাদল মিয়, পিতা-বাচ্চু মিয়া, সাং-এড়ালিয়া, উপজেলা/থানা-হবিগঞ্জ সদর, হবিগঞ্জ,  মোঃ আফজাল মিয়া, পিতা-বাচ্চু মিয়া,সাং- এড়ালিয়া, উপজেলা/থানা-হবিগঞ্জ সদর, হবিগঞ্জ,  মোঃ জজ মিয়া, পিতা-রহিম উদ্দিন, সাং-এড়ালিয়া, উপজেলা/থানা-হবিগঞ্জ সদর, হবিগঞ্জ,  মোঃ তাহির মিয়া, পিতা-রহিম উদ্দিন, সাং-। কাকিয়ার আব্দা, উপজেলা/থানা-হবিগঞ্জ সদর, হবিগঞ্জ,  মোঃ জনাব আলী, পিতা-মৃত সুরুজ আলী, সাং-কাকিয়ার আব্দা, উপজেলা/থানা-হবিগঞ্জ সদর, হবিগঞ্জ, মোঃ কাজল মিয়া, পিতা-রহিম উদ্দিন, সাং-কাকিয়ার আব্দা, উপজেলা/থানা-হবিগঞ্জ সদর, হবিগঞ্জ গং সহ আরও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে । জমির আলী বলেন,তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়া জখম করতঃ হুকুম দাতা,চুরি ও ভীতি প্রদর্শন করায়  থানায় একটি মামলা দায়ের করি ।

তিনি আরো বলেন,মামলাটি বিজ্ঞ আদালতে আসামীগণ হাজির হয়ে জামিনে এসে আমার উপর ক্ষিপ্ত হয়ে গত ২২/০১/২০২১ইং তারিখে রাত অনুমান ৯:৩০ঘটিকার সময় উল্লেখিত আসামীরা  সহ আরও অন্যান্য অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তিরা হবিগঞ্জ শহরস্থ শায়েস্তানগর পয়েন্টে জড়ো হয়ে আমাকে খুন করার উদ্দেশ্যে অতর্কিত হামলা করার পরিকল্পনা করে।

তাদেও পরিকল্পনা স্থানীয় লোক  জানতে পেরে সাংবাদিকের বাসায় যাওয়ার সময়ে তার উপর হামলা ও খুন করে ফেলিবে বলে তারা একত্রিত হয়েছে। এই খবর পেয়ে সাংবাদিক তাৎক্ষণিক হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলীকে  বিষয়টি অবগত করলে অপরাধীরা  কোন ভাবে খবর পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

সাংবাদিকের পরিবার এখন  নিরাপত্তাহীনতায় ভোগছে।অপরাধীদের দ্বারা যেকোন সময়ে বা যেকোন মূহুর্তে সাংবাদিকের  পরিবারের প্রাণ নাশের আশংকা রয়েছে। তাই উপরোক্ত বিষয়টি থানায় একটি সাধারন ডায়রী ( জি.ডি) দায়ের করা হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী বলেন, বিষটি আমি খতিয়ে দেখবো।