Site icon Aparadh Bichitra

ভুয়া র‌্যাব পরিচয়দানকারী প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১

অপরাধ বিচিত্রা:রাজধানীতে  চাকুরী দেওয়ার নামে প্রতারকচক্রের প্রতারণা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতারক দলের সদস্যরা নিরীহ মানুষদেরকে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের চাকুরী দেওয়ার নামে অভিনব কায়দায় তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এসকল প্রতারক চক্রের সদস্যরা তাদের প্রতারণার ফাঁদ হিসেবে নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছে। র‌্যাব-১ এর একটি আভিযানিক দল দীর্ঘ দিন যাবৎ উক্ত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে। 

 এরই ধারাবাহিকতায় অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ আনুমানিক ০৯:৩০ ঘটিকায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।

আজ রাজধানীর বিমানবন্দর থানাধীন উত্তরা ১নং সেক্টর এলাকায় সাধারণ মানুষকে বিভিন্ন পদে চাকুরী দেওয়ার নামে কতিপয় প্রতারকচক্র অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি রাজধানীর বিমানবন্দর থানাধীন উত্তরা ০১ নং সেক্টরস্থ রোড নং- ১৪, বাসা নং- ০৪, উত্তরা ফুড ভিলেজ এন্ড বিরিয়ানি হাউজ  রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ আজিম উদ্দিন (৫১) পিতা- মৃত গোলাম রহমান মাতা- খোদেজা বেগম সাং- ধর্মপুর সাকিনস্থ মুন্দার বাড়ি, পোস্ট- আজাদী বাজার, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম।বর্তমানে এ/পি- বাসা নং ১৩২, ফ্ল্যাট নং এ-১, রোড-৪, ব্লক- এ, বসুন্ধরা আ/এ, থানা- ভাটারা, ডিএমপি, ঢাকা ’কে গ্রেফতার করে। এসময় দ্রুত আসামীর নিকট হতে ০১ টি ওয়াকিটকি সেট, ০১ টি ভূয়া র‌্যাব জ্যাকেট, ০১ জোড়া হ্যান্ডকাফ, ০৩ টি বাংলাদেশী পাসপোর্ট, প্রতারণার কাজে ব্যবহৃত কাগজপত্রসহ ০২ টি ফাইল, ০২ টি মোবাইল ফোন, ০১ টি ব্যাগ, ০১ টি চাবি, ০৪ টি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সিল উদ্ধার করা হয়।

 আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে তার সহযোগীদের সাথে একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদেরকে চাকুরী দেওয়ার নামে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও  আসামী নিজেকে র‌্যাব ও পুলিশের কর্মকর্তা পরিচয়ে গ্রামের বিদেশ নেওয়ার কথা বলে সহজ-সরল লোকজনের পাসপোর্ট আটক রেখে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে লোক নিয়োগসহ প্রতারণা সিন্ডিকেট করে আসছিল বলে জানায় র‌্যাব।