প্রতি বছর আন্তর্জাতিক সম্মেলন করবে সিজিএস

0
389

সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক এক আন্তর্জাতিক সংলাপের আয়োজন করছে। এখন থেকে প্রতি বছরই এ আয়োজন করতে চায় সংস্থাটি।

সিজিএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৯ থেকে ১১ অক্টোবর তিন দিনব্যাপী প্রথমবারের মতো এ সংলাপ অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্বের ৭০টি দেশের গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিকসহ বিভিন্ন পেশার ২০০ জন গুরুত্বপূর্ণ বক্তা থাকবেন। এতে ছয় শতাধিক অংশগ্রহণকারী থাকবে।

সিজিএস বলছে, এ সংলাপের লক্ষ্য বে অব বেঙ্গল এলাকার দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপট জানা-বোঝা। পাশাপাশি এ অঞ্চলের বিভিন্ন দেশের দুর্বল গণতান্ত্রিক পরিস্থিতি, সুশাসনের ঘাটতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের মতো বিষয়গুলো বড় পরিসরে উদ্বেগ তৈরি করছে, যা আলোচনায় নিয়ে আসা হবে।

সিজিএস-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, এ সম্মেলনের মাধ্যমে সিজিএস বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলা। এছাড়া এ সংলাপে বিশ্বের নানা প্রান্তের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কণ্ঠস্বর উঠে আসবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =