সূরা মুলক আয়াত ২১-২৫

0
2278

أَمَّنْ هَذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ

অথবা    কে     এমন     আছে,     যে     তোমাদেরকে জীবিকা           দেবে        যদি        তিনি        আপন         জীবিকা        বন্ধ  রাখেন? বরং তারা অবাধ্য এবং ঘৃণার মধ্যে অবিচল হয়ে আছে।

أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ

তবে   কি     ওই   ব্যক্তি   যে   আপন     মুখমণ্ডলের উপর ভর করে ঋজু হয়ে  চলে সে অধিক সরল  পথে রয়েছে,   না   ওই   ব্যক্তি,   যে    সোজা    হয়ে   চলে,   সরল পথের উপর?

قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ

আপনি    বলুন!    ‘তিনিই,   যিনি    তোমাদেরকে সৃষ্টি   করেছেন   এবং   তোমাদের   জন্য   কান,   চোখ   ও  অন্তর     সৃষ্টি      করেছেন।     কত      কম     লোকই     কৃতজ্ঞতা প্রকাশ করছো!’

قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ

আপনি    বলুন!     তিনিই,     যিনি     তোমাদেরকে পৃথিবীতে  বিস্তার  করেছেন   এবং    তাঁরই   প্রতি  উত্থিত  হবে।

وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ

এবং  বলে,   ‘এ প্রতিশ্রুতি  কবে  আসবে যদি তোমরা সত্যবাদী হও?’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven + nineteen =