সব প্রতিবন্ধী স্কুল জাতীয়করণের দাবি

0
3410

দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি, এমপিওভুক্তি ও শিক্ষার্থীদের জীবনমান উন্নতকরণের দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

গাইবান্ধা জেলার আহমেদপুর বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান বলেন, আমি সাত বছর ধরে স্কুল থেকে একটি টাকাও পাইনি। ছেলে-সন্তান ও পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তার ওপর আবার আমরা নিজস্ব টাকায় শিক্ষার্থীদের যাতায়াত, টিফিন, শিক্ষার প্রয়োজনীয় উপকরণ দিয়ে থাকি। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, সারাদেশের প্রায় ২ হাজার প্রতিবন্ধী স্কুল জাতীয়করণ করুন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এগিয়ে নেয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।

মানববন্ধনে প্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষে ১১টি দাবি পেশ করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক আরিফুর রহমান অপু। তাদের দাবিগুলো হলো-

প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও প্রদান;
স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ভাতা ও সব ধরনের সুবিধাদান নিশ্চিতকরণ;
সব বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি প্রদান;
সব বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিতকরণ;
প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা;
সব বিদ্যালয়ে চাহিদানুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করা;
প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে নিয়মিত মনিটরিং নিশ্চিত করা;
শিক্ষক-কর্মচারীদের মানোন্নয়নমূলক ট্রেনিংসহ সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা;
শতভাগ বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব ভবন নির্মাণ নিশ্চিত করা;
প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে আধুনিক থেরাপি সরঞ্জাম সরবরাহসহ থেরাপি সেন্টার চালু করা এবং
শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ আত্ম-নির্ভরশীল জীবন-যাপনের নিশ্চয়তা প্রদান করা।

মানববন্ধনে সারাদেশ থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × five =