রাজধানীর কোতয়ালীতে অবৈধ ঔষধসহ গ্রেফতার ২

0
428

মোঃ আরিফুল ইসলাম : রাজধানীর কোতয়ালীতে  বিশেষ অভিযান চালিয়ে ৬৮৯৭০ পিস অবৈধ বিদেশী ঔষধসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

  মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর গনমাধ্যম শাখা থেকে  এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে  এসব তথ্য নিশ্চিত করা হয় ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার  আনুমানিক

বিকেল  ০৩.৩০ ও ০৪.১৫ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন ভূইয়া মেডিসিন মার্কেট এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিক্রয় নিষিদ্ধ অবৈধ(বিদেশী) ঔষধ কালোবাজারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব । গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মুক্তার হুসাইন (৩০) ও  মোঃ আকতার হুসাইন (৩০) । 

  এসময়ে তাদের নিকট হতে আনুমানিক ১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা মূল্যের ৬৮৯৭০ পিস বিক্রয় নিষিদ্ধ অবৈধ(বিদেশী) ঔষধ উদ্ধার করা হয়।  

   র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ সামগ্রী কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে  মজুদ ও বিক্রয় করে আসছিল।

  গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 − seven =