চাঁদপুর পুলিশ সুপারের আবেগঘন স্ট্যাটাস

0
584

নিজস্ব প্রতিবেদক : আজ পুলিশ সুপার চাঁদপুরের দায়িত্ব হস্তান্তর করবেন মর্মে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মাহবুবুর রহমান ফেসবুক পেজে (Chandpur District police) এক আবেগঘন স্ট্যাটাস দেন।

ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো

” প্রিয় চাঁদপুরবাসী আসসালামুআলাইকুম,

“যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,

আমি বাইব না;

আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে গো,

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে…”

পুলিশ সুপার চাঁদপুরের ফেসবুক আইডি থেকে এটাই আমার শেষ পোস্ট.. 

আজ ১৬ই মার্চ 2021 মঙ্গলবার। পুলিশ সুপার চাঁদপুরের দায়িত্ব আজ হস্তান্তর করতে যাচ্ছি।

দীর্ঘ দেড় বছর আপনাদের সেবার মহান ব্রত নিয়ে এই জেলার পুলিশ সুপারের দায়িত্বে নিয়োজিত ছিলাম। 

কাজ করতে যেয়ে আইনগত জটিলতায় অনেককে কাঙ্খিত সেবা দিতে পারেনি অথবা যদি কারো মনে নিজের অজান্তে কষ্ট দিয়ে থাকি সে জন্য বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি।

আমার সাথে যে সকল সহকর্মী আমার হাতকে শক্তিশালী করেছিল তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে প্রিয় চাঁদপুরবাসী বিশেষ করে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সর্বোপরি আপামর জনসাধারণ আপনাদের আকুণ্ঠ ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। 

আমার পরবর্তী কর্মস্থল ঢাকা রেঞ্জ। অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ হিসাবে জয়েন করব, ইনশাআল্লাহ।

আমার জন্য দোয়া করবেন,

আল্লাহ রাব্বুল আলামীন যেন সততা এবং সুস্থতার সাথে সরকারি দায়িত্ব পালন করার তৌফিক দান করেন ও পরিবার-পরিজন নিয়ে সঠিক ভাবে চলার নেক ইচ্ছা প্রদান করেন।

আপনাদের দোয়া এবং আকুণ্ঠ ভালোবাসা আমার সারা জীবনের পথ চলার পাথেয় হয়ে থাকবে।

সবার মঙ্গল কামনায়-

Mahbubur Rahman, ppm (bar)”

উল্লেখ্য, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা পুলিশ শাখা-১ বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত  মাহবুবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়।

এর আগে তিনি ১৩ জানুয়ারি বুধবার পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। 

পুলিশ সুপার মাে. মাহবুবুর রহমান ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে যােগদান করেন। তিনি ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার হিসেবে যােগদান করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen + 13 =