বিজিবি’র জকিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক মাদকদ্রব্য ধ্বংস

0
1091

নিজস্ব প্রতিবেদক: বিজিবি’র জকিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক মালিকবিহীন আটককৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংসকরণ করা হয়।

মঙ্গলবার ( ১৬ মার্চ ) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উত্তর পূর্ব রিজিয়ন, সরাইল এর আওতাধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদরের বাস্কেটবল গ্রাউন্ডে “মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান” এর আয়োজন করা হয়। 

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

উক্ত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বিজিবির উত্তর পূর্ব রিজিয়ন, সরাইল এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, পিএসসি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মহোদয় মাদকদ্রব্য পাচার এবং মাদক সেবনের কুফল সম্পর্কে মূল্যবান ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মাদকদ্রব্য পাচাররোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মিডিয়াকর্মীসহ সকল স্তরের নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

উল্লেখ্য, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক গত ১৭ ডিসেম্বর ২০১৯ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত ১০,৭৬,৩৬,৯২৩/- (দশ কোটি ছিয়াত্তর লক্ষ ছত্রিশ হাজার নয়শত তেইশ) টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য ও ভারতীয় সিগারেট/বিড়ি মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়, যা আজকের অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্য এবং সিগারেট/বিড়ির পরিসংখ্যান নিম্নরুপঃ

ক। অফিসার চয়েস মদ-৩১৮৪৩ বোতল=৪,৭৭,৬৪,৫০০/-টাকা।  

খ। ম্যাকডুয়েল মদ-৩৬১৯ বোতল=৫৪,২৮,৫০০/-টাকা। 

গ। হুইস্কী রয়েল মদ-২৩ বোতল=৩৪,৫০০/-টাকা। 

ঘ। ম্যা জিক মোমেন্ট ব্লু ভটকা-১২ বোতল=১৮,০০০/-টাকা।

ঙ। ফেন্সিডিল-১৭৯৮ বোতল=৭,১৯,২০০/-টাকা।

চ। বিভিন্ন প্রকার বিয়ার-৫৯ বোতল=১৪,৭৫০/-টাকা। 

ছ। ইয়াবা ট্যাবলেট-১২৮৩৪ পিস=৩৮,৫০,২০০/-টাকা। 

জ। গাঁজা -৪.০২০ কেজি=১৪,০৭০/-টাকা।

ঝ। ভারতীয় বিভিন্ন প্রকার বিড়ি-১৩৩৫৮০০২ পিস=২,৩১,৩০,৭০৩/-টাকা। 

ট। ভারতীয় বিভিন্ন প্রকার সিগারেট-২৬১৯৪০০ পিস=২,৬১,৯৪,০০০/-টাকা। 

ঠ। চা-পাতা -৯২৩ কেজি=৪,৬৮,৫০০/- 

২। সর্বমোট সিজার মূল্য =১০,৭৬,৩৬,৯২৩/- (দশ কোটি ছিয়াত্তর লক্ষ ছত্রিশ হাজার নয় শত তেইশ) টাকা। 

অনুষ্ঠানে কর্ণেল মোহাঃ আমিরুল ইসলাম, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, সিলেট, লেঃ কর্নেল মোঃ রফিকুল ইসলাম, পিএসসি, অধিনায়ক জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি), লেঃ কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি), জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-সিলেট, জনাব প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-সিলেট, জনাব মোঃ জীবন মাহমুদ, প্রসিকিউটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-সিলেট, জনাব আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার-সিলেট, জনাব সুকুমার সাহা, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সিলেটসহ আমন্ত্রিত বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + 17 =