নাঃগঞ্জে শীতলক্ষ্যা নদী তীরের মাটি ইটভাটায় বিক্রি

0
539

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ময়লা আবর্জনা অপসারণের নামে শীতলক্ষ্যা নদী তীরের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিএ’র দায়িত্বে নিয়োজিত অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। বন্দর খয়াঘাট, ময়মনসিং পট্টি, চিত্তরঞ্জন ঘাট সংলগ্ন ভাসমান ডকইয়ার্ড পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে দীর্ঘ দিন অপরিকল্পিত ভাবে নদীর তীরে গভীর পর্যন্ত মাটি কেটে নেয়ার ফলে নদী ভাঙ্গণের আশংকা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ার কথা জানালেও, ইটভাটার ঠিকাদার সিন্ডিকেট দাবি করছেন অনুমতি নিয়ে মাটি কাটা হচ্ছে ।
সূত্রে জানাগেছে, গত ২৮ র্ফেরুয়ারি নাসিক সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকার কফিলউদ্দিন নামে এক ব্যক্তি নদী পাড়ের ময়লা আবর্জনার স্তপ অপসারনের জন্য বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন কর্তপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালকের বরাবরে একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ৪ মার্চ নারায়ণগঞ্জ নদী বন্দরের বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল স্বাক্ষরিত এক পত্রে ১৫টি শর্তে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের ভাসমান ডক ইয়ার্ডের দক্ষিণ পাশের ময়লা আবর্জনার স্তপ নিজ খরচে কায়িক শ্রমে কোদাল দিয়ে অপসারণের অনুমতি দেন বিআইডব্লিউটিএ । আইডব্লিউটিএ’র আবর্জনার স্তপ অপসারণের অনুমিত পেয়েই ভেকু দিয়ে নদীর তীরের ভুমির মাটি কেটে ইটভাটায় বিক্রির মহোৎসব শুরু হয়েছে।
বন্দরের দেউলী চৌরাপাড়া বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ড সংলগ্ন নদী তীরে গিয়ে দেখা গেছে মাটি কেটে নেয়ার এক লুটের মচ্ছব। মাটি কাটা চক্রের কয়েকশ’ শ্রমিক ময়লা আবর্জনা অপসারণ না করে নদীর তীরবর্তী স্থানে শীতলক্ষ্যা তীরের মাটি কেটে ট্রলার ও ট্রাক মাধ্যমে নিয়ে যাচ্ছে স্থানীয় ইটভাটায়। অপরিকল্পিত ভাবে ১০/১২ ফুট গভীর গর্তে ভাঙ্গনের আশঙ্কা। এতে আশপাশের ঘরবাড়ি ও কলকারখানা ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। আবর্জনা অপসারণের নামে মাটি কাটার সময় নারায়ণগঞ্জ নদী বন্দর ও পরিবহন বিভাগ, নৌ- সংরক্ষণ ও পরিচালনা প্রকৌশল বিভাগের কাউকে পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিএ’র সিবিএ নেতা জাহাঙ্গীর আলম জানান, নদী খননের পর মাটি অপসারণের কোনো বাজেট নাই। তাই যাদের সামর্থ্য আছে তারা মাটি নিয়ে যাচ্ছে।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, আবর্জনা অপসারণের অনুমতি নিয়ে নদীর তীরের মাটি কেটে নেয়া হচ্ছে। এ বিষয়ে আমার জানা নেই। মাটি কাটার অনুমতি দেয়া হয়নি এবং মাটি কাটলে তা অন্যায় । জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − eight =