Site icon Aparadh Bichitra

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কেরাণীগঞ্জে ভূমিহীন আন্দোলনের ফ্রী মেডিকেল ক্যাম্প

১৭ই মার্চ ২০২১ জাতিরজনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার কেরাণীগঞ্জে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। এসময় প্রায় দুই শতাধিক মানুষকে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মো মতিয়ার রহমান ও ডা. শান্তা রহমান। উপস্থিত ছিলেন মেডিকেয়ার ডায়াগনষ্টিক এন্ড হাসপাতালের ম্যানেজার মোঃ মিজানুর রহমান সহ নার্স ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।

চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি মেডিকেল ক্যাম্পে আগতদের বিনামূল্য করোনা টিকার নিবন্ধন করে দেওয়া হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্প নিয়ে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন,

“বঙ্গবন্ধু আজীবন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর জন্মবার্ষিকীতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন গর্বিত।”

তিনি ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।