সালাতুত তাসবিহ পড়ার নিয়ম

0
1939

এই নামাজ এক নিয়তে ৪ রাকাত পড়তে হয়। নিচের দোয়াটি প্রতি রাকাতে ৭৫ বার পড়তে হয়। সেই হিসাবে ৪ রাকাতে দোয়াটি ৩০০ বার পড়তে হবে।

সুবহানাল্লাহি ওয়াল হামদুলি ল্লাহি ওয়ালা ইলাহা ইল্লালাহু ওয়াল্লাহু আকবর।

১ম রাকাত

সানা পড়ার পর দোয়াটি………..১৫ বার

রুকুতে যাওয়ার আগে………….১০ বার

রুকুর তাসবিহ পড়ার পর……….১০ বার

রুকু হতে সোজা হয়ে দাড়িয়ে…..১০ বার

১ম সিজদার তাসবিহ পড়ার পর..১০ বার

দুই সিজদার মাঝে বসে…………১০ বার

২য় সিজদার তাসবিহ পড়ার পর..১০ বার।

২য় রাকাত

সানা পড়ার পর দোয়াটি…………১৫ বার

রুকুতে যাওয়ার আগে……………১০ বার

রুকুর তাসবিহ পড়ার পর………..১০ বার

রুকু হতে সোজা হয়ে দাড়িয়ে……১০ বার

১ম সিজদার তাসবিহ পড়ার পর…১০ বার

দুই সিজদার মাঝে বসে………….১০ বার

২য় সিজদার তাসবিহ পড়ার পর…১০ বার।

৩য় রাকাত

সানা পড়ার পর দোয়াটি………….১৫ বার

রুকুতে যাওয়ার আগে…………….১০ বার

রুকুর তাসবিহ পড়ার পর…………১০ বার

রুকু হতে সোজা হয়ে দাড়িয়ে…….১০ বার

১ম সিজদার তাসবিহ পড়ার পর…..১০ বার

দুই সিজদার মাজে বসে……………১০ বার

২য় সিজদার তাসবিহ পড়ার পর…..১০ বার।

৪  রাকাত

সানা পড়ার পর দোয়াটি…………..১৫ বার

রুকুতে যাওয়ার আগে……………..১০ বার

রুকুর তাসবিহ পড়ার পর………….১০ বার

রুকু হতে সোজা হয়ে দাড়িয়ে……..১০ বার

১ম সিজদার তাসবিহ পড়ার পর……১০ বার

দুই সিজদার মাঝে বসে…………….১০ বার

২য় সিজদার তাসবিহ পড়ার পর……১০ বার।

সালাতুত তাসবীহ্ এর নিয়ত উচ্চারনঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তাআ’লা আরবাআ রাকআ’তি ছলাতিত্ তাসবীহি সুন্নাতু রাসুলিল্লাহি তাআ’লা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

বাংলায় নিয়তঃ আমি ক্বেবলামুখি হয়ে আল্লাহর উদ্দেশ্যে চার রাকআত তাসবীহের নামাজ আদায়ের নিয়ত করিলাম আল্লাহু আকবর।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − 8 =