Site icon Aparadh Bichitra

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুই দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় থেকেঃ পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় মুসলিমদের পবিত্র শবে বরাত এবং হিন্দুদের ধর্মীয় উৎসব হোলি উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। সোমবার (২৯ মার্চ ২০২১) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মো: মেহেদী হাসান খান বাবলা। সভাপতি জানান, পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও শিলিগুড়ি নর্থবেঙ্গল এক্সপোর্টার ওয়েলফেয়ার এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে সোমবার ও মঙ্গলবার (২৯, ৩০ মার্চ) মোট দুই দিন এই স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

তবে আগামী বুধবার (৩০ মার্চ) সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রপ্তানির কার্যক্রম স্বাভাবিক থাকবে।