জেনে নিন কোরআন শরীফ কি

0
3805

প্রঃপবিত্র কুরআনে মোট সূরা কতটি?

উঃ১১৪ টি।

প্রঃ পবিত্র কুরআনেরর প্রথম সূরার নাম কি?

উঃ ফাতিহা।

প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরা কোনটি?

উঃ সূরা বাকারা।

প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি?

উঃ সূরা কাওছার।

প্রঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি এবং কোন সূরায়?

উঃ সূরা বাকারার ২৮২নংআয়াত।

প্রঃ পবিত্র কুরআনেরর মধ্যে সবচেয়ে ফযিলত পূর্ণ আয়াত কোনটি?

উঃ আয়াতুল কুরশী।

প্রঃ ফরয নামাযের পর কোন আয়াতটি পাঠ করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন বাধা থাকে না?

উঃ আয়াতুল কুরশী।

প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ করলে, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়?

উঃ সূরা মূলক।

প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমান?

উঃ সূরা ইখলাস।

প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি ভালবাসা থাকলে, মানুষকে জান্নাতে নিয়ে যাবে?

উঃ সূরা ইখলাস।

প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?

উঃ সূরা কাফিরূন।

প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব?

উঃ সূরা কাহাফ।

প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ তিলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে?

উঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত।

প্রঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর দিন ফজরের নামাযে তিলাওয়াত করা সুন্নত? উঃ সূরা সাজদা ও দাহর।

প্রঃ পবিত্র কুরআনের কোন দু’টি সূরা জুমআর নামাযে তিলাওয়াত করা সুন্নত?

উঃ সূরা আ’লা ও গাশিয়া।

প্রঃ পবিত্র কুরআনে কত বছরে নাযিল হয়?

উঃ তেইশ বছরে।

প্রঃ “মুহাম্মদ ” সাঃ এর নামটি পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?

উঃ চার স্থানে। ১/সূরা আল ইমরান।

(১১৪নংআয়াত) ২/সূরা আহযাব।(৪০নংআয়াত) ৩/সূরা মুহাম্মদ। ২নংআয়াত) ৪/ সূরা ফাতাহ্। (২৯নংআয়াত)।

প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়?

উঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।

প্রঃ পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয়?

উঃ আল্লাহ তা’আলা বলেন- ﻭﺍﺗﻘﻮﺍ ﻳﻮﻣﺎً ﺗﺮﺟﻌﻮﻥ ﻓﻴﻪ ﺇ ﻟﻲ ﺍﻟﻠﻪ ﺛﻢ ﺗﻮﻓﻲ ﻛﻞ ﻧﻔﺲ ﻣﺎﻛﺴﺒﺖ ﻭﻫﻢ ﻻ ﻳﻄﻠﻤﻮﻥ সূরা বাকারার ২৮১ নংআয়াত।

ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর রাঃ থেকে বণর্না করেন যে, এই আয়াত নাযিল হওয়ার পর নবী কারীম সাঃ নয় দিন জীবিত ছিলেন। (আল ইতক্বান ফি উলূমিল কুরআন)।

প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণরূপে নাযিল হয়?

উঃ সূরা ফাতিহা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =