জেনে নিন তারাবীহ নামাজের নিয়ত ও দোয়া

0
1269

তারাবীহ নামাজের নিয়ত উচ্চারনঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা’ আলা রাক্আতাই ছালাতিত্ তারাবীহি সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিস শারীফাতি আল্লাহু আকবার। বাংলা নিয়তঃ আমি ক্বেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দুই রাকয়া’ত তারাবীহ’র সুন্নাত নামাজ আদায় করবার নিয়ত করলাম, আল্লাহু আকবার।

জামায়াতের সহিত আদায় করিলেঃ এই ইমামের পিছনে একতেদা করলাম বলতে হবে। দুই দুই রাকয়াতের পরে যে কোন একটি দরুদ শরীফ পড়তে হয়। আর চার রাকয়াতের পরে দোয়া পড়তে হয়।

তারাবীহ্’র দোয়া উচ্চারনঃ সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি, সুব্হানা যিল্ ইজ্জাতি ওয়াল আ’যমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল জাবারুতি,

সুবহানাল মালিকিল হাইয্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইযামুতু আবাদান আবাদা। সুব্বুহুন্ কুদ্দুসুন্ রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার্’রুহু।

তারাবীহ্ নামাজের মুনাজাত উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্না নাস্য়ালুকাল্ জান্নাতা ওয়া নাউ’যুবিকা মিনান্নারি, ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান্নারি।

বিরাহমাতিকা ইয়া আ’যীযু আয়া গাফ্ফারু ইয়া কারীমু ইয়া ছাত্তারু ইয়া রহীমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বাররু।

আল্লাহুম্মা আজিরনা মিনান্নারি। ইয়া মুজীরু, ইয়া মুজীরু, ইয়া মুজীরু বিরহ্ মাতিকা ইয়া আরহামার রাহিমিন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − five =