কিশোরগঞ্জে রাজাকার শ্রেষ্ট আঃ মান্নান এর পক্ষে স্বার্থন্বিশী ও পেটুক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুরের সুপারিশ প্রত্যয়ন থানায় জমা

0
575

তারাগঞ্জ প্রতিনিধীঃ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্শণ, কিশোরগঞ্জ, নীলফামারী ০৪নং বাহাগিলী ইউনিয়ন, ০৯নং ওয়ার্ড, বসুনিয়াপাড়া, গ্রামে ১৯৭১ইং সাল, স্বাধীনতা যুদ্ধ চলাকালে, রাজাকার দালাল গোষ্টীগন এলাকায় খানসেনা নিয়ে এসে নির্বিচারে গনহত্যা, অগ্নিসংযোগ, লুৎতারাজ, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেওয়া সহ গনধর্ষনের মতো ঘৃন্ন কর্মকান্ডে লিপ্ত। এলাকায় রাজাকার, আলবদর, আলসামস্ গঠন করিয়া চুরি, ডাকাতি, সম্পত্তি দখল সহ  বিভিন্ন অশ্লিল কর্মকান্ডে লিপ্ত থাকা রাজাকারগন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ে সংরক্ষিত তালিকায় রাজাকার আবেদ হাজি এর ক্রমিক নং- ৭৪২, রাজাকার ছবির উদ্দিন ওরফে চাটি মামুদ এর ক্রমিক নং-৭৪৬, রাজাকার তফেল উদ্দিন ওরফে কজাবর এর ক্রমিক নং- ৭৪৫, উভয়ের পিতা- ওশর মামুদ। একই পরিবারে কুখ্যাত রাজাকার আঃ মান্নান পিতা রাজাকার আবেদ হাজি, সে কৌশলে রাজাকার তালিকা হইতে তার নাম বাদ করায়। ইহা যানিতে পারিয়া রাজাকার আঃ মান্নান এর বর্বরতার প্রত্যক্ষ দর্শীগন ও এলাকাবাসী জোরালো প্রতিবাদ জানায়।

মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ থানা কমান্ড মোঃ হাবিবুর রহমান (কমান্ডার) বর্বরতার শ্রেষ্ট রাজাকার আঃ মান্নান এর নাম তালিকাভ’ক্ত করেন। গত ১০-০২-২০১১ইং সাল এবং পরবর্তীতে গত ২৩-০৩-২০১৭ইং মোতাবেক নিজ স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র রাজাকার আঃ মান্নান এর ক্রমিক নং- ৮১ তালিকায় প্রকাশ করেন বলে সুত্রে জানা যায়।

১৯৭১ সালের ৯ই আষাঢ় বৃহঃপতিবার, ভোর অনুমান ০৪ ঘটিকার সময় দুগ্ধ পোশ্য ১৩ মাসের একটি শিশু সহ মোট ০৯টি তাজা প্রান খান সেনা দ্বারা গুলি করিয়া কেরে নিয়েছিলো।

রাজাকার শ্রেষ্ট আঃ মান্নান এর নামের তালিকা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ে সংরক্ষনের জন্য সজন হারা মোঃ মোবারক আলী (সবেক ইউ,পি সদস্য) মাননীয়  প্রধান মন্ত্রী বরাবর ও দেশের ২৪টি বিশেষ স্থানে লিখিত আবেদনের সহিত কমান্ডার

হাবিবুর রহমান এর স্বাক্ষরিত প্রত্যয়নের কপি সংযূক্ত করিয়া  প্রেরণ করিয়াছেন এবং উপর মহলের নির্দের্শে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ উক্ত থানার এস,আই আঃ ওহাব সাহেবের উপরে আবেদনের বিষয় তদন্তের ভার দিলে এস,আই ওহাব সাহেব ঘটনার তদন্ত শেষে ০৪জন প্রতক্ষ্য দর্শী সজন হারার নিকটে স্বাক্ষ্য গহন সমাপ্ত করিয়াছেন বলে জানা যায়।

০৪নং বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আতাউর রহমান (দুলু) গত ৩১-০৩-২০২১ইং কিশোরগঞ্জ স্বাধীনতার ৫০ বছরেও অরক্ষিত বসুনিয়া পাড়ার বদ্ধভুমি। প্রতিদিনের বার্তা পত্রিকায় রাজাকার আঃ মান্নান এর বর্বরতা সত্যতার ইঙ্গিত কেেছন।

উক্ত ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের মেম্বার জনাব মোরাদ হোসেন অপরাধ বিচিত্রাকে বলেন বিভিন্ন দৈনিক ও সাপতাহিক পত্রিকাগুলো আঃ মান্নান এর বর্বরতার প্রকাশ আব্যাহত রেখেছে। কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান নিজ স্বাক্ষরিত প্রত্যয়ন ও তালিকার কপি প্রদান করা সত্যেও কিশের বিনিময়ে এবং কি কারনে কুখ্যাত রাজাকার আঃ মান্নান

এর পক্ষে সুপারিশ পত্র উক্ত কিশোরগঞ্জ থানায় দাখিল করেছেন। মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক, স্বার্থ নিশী জাতির শত্রু হাবিবুর কে জাতির নিকট জবাব দিতে হবে। সঠিক পথে ফিরে এসা….

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × four =