মাদকদ্রব্য ও জ্বালানি তেল সহ চোরাই পণ্য বিক্রয় চলিতেছে বাবুর্চি বাজার

0
965

খোরশেদ আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ বাবুর্চি বাজার Ksrm own
Transport গাড়ি থেকে প্রতিদিন চোরাই তেল নামানো হয় আর গাড়ির নাম্বর
হলো চট্ট মেট্রো-ঢ  ৮১-১৬৮৬ এর সাথে ছিল খাওয়ার একটি হোটেল হোটেল টির
নাম আরিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট বাবুর্চি বাজার গাড়িটির নাম হল লরী
অনুমানিক ভোর পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত গাড়ি থেকে চোরাই তেল কিনতে
থাকে আরো প্রকাশ থাকে যে মাদক ও বিভিন্ন রকমের চোরাই পণ্য বিক্রি করে
থাকে তার নাম হলো বেলাল হোসেন তার মূল বাড়ি হল মিরসরাই বাবুবাজার এসে
গাড়ি থেকে চোরাই তেলের ব্যবসা ও মাদক অনেকদিন যাবত চালাইয়া যাইতে আছে
আমি নিজের হাতে গাড়ি থেকে চোরাই তেল নামার সময় আর তার সাথে জড়িত আছে
দুলাল নামে পরিচিত আমি যখন দুপুর ১২টার সময় ও আর ছবি ও গাড়ি ছবি সংগ্রহ
করি আরে আমি চৌদ্দগ্রাম থানা সদরে চলে আসি রাত তখন অনুমানিক ৯টা থেকে ১০
টা বাজে সহযোগী দুলাল আমাকে অনেক ধরনের খারাপ কথাও হুমকি-ধমকি দেয় আর
আমি যখন অনুসন্ধান মূলক তথ্য সংগ্রহ করা

কালীন তার সহযোগী আমাকে বেলাল বহু রকমের হুমকি-ধমকি দেয় এই দোকান টা দুলাল মিয়ার নামে সে আমাকে টাকার প্রলোভন দেখায় যখন আমি রাজি না হই আনুমানিক রাত ১০টার দিকে দুলাল মিয়া আমাকে অনেক রকমের দুমকি দেয় ক্ষমতা দেখায়  হুমকি দেয় দুলাল মিয়া আমাকে কোন কথা না বলেই সে আমাকে বলে আরো সাংবাদিকদের

পরিচয় জানতে চান এরপর সে আমাকে পুনরায় আর দেখতে চান বে-আইনীভাবে সাংবাদিকদের পাঠ ও সংরক্ষিত ভিডিও ফুটেজ আরশে আমাকে বলে তুই আমার চোরাই তেল গাড়ি থেকে
নামানোর সময় ছবি নিচ্ছ কেনো তার কাছে জানতে চান তার পরিচয় জানতে চান
প্রচার করা হবে কিনা?

উত্তর সাংবাদিক মোঃ খোরশেদ আলম বলেন অবশ্যই নিউজ
প্রচার করা হবে এরপর ঐ ব্যক্তি তার ওপর সহযোগী মিলে অপরাধ মূলক ভাবে ভয়
ভীতি প্রদর্শন করে প্রাণনাশের হুমকি ও আমাকে বলে তুই টাকা না দিলে নাকি
জন্য এবং উত্তেজনা সৃষ্টি উদ্দেশ্য ইচ্ছাকৃতভাবে কে সাংবাদিককে

মোঃ খোরশেদ আলম কে অপমান করে চলে যায় পরবর্তী সময়ে দুজন ব্যক্তির একজনের
নাম সংগ্রহ করে জানা যায় ওই ব্যক্তির নাম দুলাল এখানে উল্লেখ থাকে যে
আরো দুলাল বলে আমি বাবুর্চিবাজারের একটি লোক বলে আমাকে হুমকি দেয় আরো
উল্লেখ্য থাকে এলাকার বিভিন্ন বিচার থেকে চাঁদাবাজি করে যেমন ফিচারগুলো
হলো মাদক ,দর্শন ,

আরো বিভিন্ন রকমের বিচার আছে এই বিষয়ে রাত ৯টা ২০মিনিটে চৌদ্দগ্রাম থানার ওসিকে আমি মোবাইলে জানাই এর আগে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এস আই আরিফ কে ও অবগত করিয়াছি আর সন্ত্রাসী দুলাল আমাকে হুমকি দিতে থাকে বলে তোর এ মেরে ফেললে আর কত টাকা লাগবে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন পুলিশ

ও সাংবাদিক একই সূত্রে গাঁথা সাংবাদিকদের সাথে এমন বে-আইনি কাজ করেছেন তা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত এ ব্যাপারে মৌখিক অভিযোগ জানালাম। অভিযোগ নম্বর-৮৯৮ (S D R ON-898) 8-4-2021

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + 3 =