লকডাউন এর আগে পোশাক শ্রমিকদের রেশনের ব্যবস্থা ও সমস্ত পাওনাদি বুঝিয়ে দিতে হবে: শ্রমিক অধিকার পরিষদ

0
634

লকডাউন এর আগে পোশাক শ্রমিকদের রেশনের ব্যবস্থা ও সমস্ত পাওনাদি বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। আজ ১১ এপ্রিল ২০২১ রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি। বিবৃতিতে শ্রমিক অধিকার পরিষদ জানায়, গতবছরের পুনরাবৃত্তি দেখতে চায় না শ্রমিকরা। শ্রমিকদের জীবন বাঁচাতে এবং করোনার সংক্রমণ ঠেকাতে প্রথমেই শতভাত বেতন মজুরির নিশ্চয়তা এবং অন্যান্য বিপদকালের সুবিধা নিশ্চিত জরুরি। করোনার প্রথম ধাক্কায় যে বিপর্যয়ে পরেছিল তা এখনো কাটিয়ে উঠতে পারেনি। লকডাউনে সব সুযোগ সুবিধা সরকারি-বেসরকারি কর্মকর্তারা পাবে কিন্তু শ্রমিকদের বেলায় উল্টো। গতবার সরকারের কাছ থেকে মালিকরা প্রনোদনা পেলো তবে শ্রমিকরা জীবন জীবিকার জন্য রাস্তায় নামতে হয়েছিল। এমনটা এবার শ্রমিকরা মেনে নেবে না। গত বছরের পরিস্থিতি যাতে আবারও তৈরি না হয় এর জন্য সরকারকে শ্রমিক কল্যাণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি এবং লকডাউন পরিস্থিতিতে দেশের সম্পদ  শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা ও শতভাগ বেতন দিতে হবে সরকার কে এবং শ্রমিক ছাঁটাই ও তাদের বেতন নিয়ে টালবাহানা করা যাবেনা।

রেশন কার্ডের মাধ্যমে লকডাউন এর আগেই শ্রমিকদের ঘরে ঘরে রেশন এর ব্যবস্থা করার আহবান সরকারের প্রতি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × one =