ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের ব্যারিকেড

0
539

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মদনপুর এলাকায় কাঁচপুর হাইওয়ে পুলিশ বাঁশ ও অন্যান্য সরঞ্জাম দিয়ে ব্যারিকেড দিয়েছে। চলমান লকডাউন চলাকালীন অবস্থায় রবিবার দুপুরে মদনপুর মহাসড়কটি ব্যারিকেড দেওয়া হয়। হাইওয়ে পুলিশের সদস্যদের বিভিন্ন যানবাহন তল্লাশি করতে দেখা যায়। বিনাপ্রয়োজনে যেসব যানবাহন মহাসড়কে উঠছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। লকডাউনের মধ্যে ২০০ টিরও বেশী মামলা করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। থ্রী হুইলার, সিএনজি, মোটরসাইকেল, অটোরিক্সা মহাসড়কে উঠার দায়ে তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। কাঁচপুর হাইওয়ে পুলিশের গুরুত্বপূর্ন ৩টি স্থানে রয়েছে চেকপোস্ট। চেকপোস্ট গুলো হলো কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে, মদনপুর চৌরাস্তা ও মেঘনা টোল প্লাজার সামনে। কাঁচপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, সরকার সারাদেশে লকডাউন ঘোষনা করেছে। পণ্যবাহী ও ইমার্জেন্সি যানবাহন ছাড়া কোন ধরনের যানবাহন বিনাপ্রয়োজনে মহাসড়কে উঠলে আমরা সেসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করছি। ইতিমধ্যে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২০০ টির বেশী মামলা করা হয়েছে এবং ৩ টি পয়েন্টে আমাদের চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউন কার্যকর করতে কাঁচপুর হাইওয়ে পুলিশ কাউকে ছাড় দিচ্ছেনা। কাঁচপুর হাইওয়ে পুলিশের পাশাপাশি হাইওয়ে কমিউনিটি পুলিশের স্বেচ্ছাসেবীরাও মহাসড়কে লকডাউন কার্যক্রমে সহযোগীতা করছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 + 8 =