কলাপাড়ায় সাত ব্যবসায়ী ও এক পথচারীকে অর্থদন্ড

0
416

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি;

পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে ৭ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত সময় মুভমেন্ট পাস ছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ার দায়ে জনকে শত  টাকা জরিমানা করা হয় ২০এপ্রিল মঙ্গলবার  ১১ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকায় পৌর শহরের নতুন বাজার, সদর রোড কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল

ভ্রাম্যমান আদালতে বেঞ্চ সহকারী উবাচু জানান, দোকান খোলা রাখার দায়ে পৌর শহরের সদর রোডে বিসমিল্লাহ্ বেকারী মোঃ আল মামুনকে হাজার টাকা, নতুন বাজার এলাকার কাপড় ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলামকে হাজার পাঁচশত টাকা, গ্লাস দোকান স্বজলকে হাজার পাঁচশত টাকা, প্লাষ্টিক সামগ্রী ব্যবসায়ী আহ্সানকে হাজার টাকা,কাঁচামালের দোকানী মোঃ দেলোয়ার মুসুল্লী, মোঃ এরশাদুল অটল পাল উভয়কে হাজার টাকা করে হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ায় মোঃ মিজানকে শত টাকার জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন নির্মূল আইন ২০১৮ এর ২৪ () ধারা লঙ্গনে ২৪ () ধারা মতে ব্যবসায়ী এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধরায় ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধরায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এছাড়া দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জনকে জরিমানা করা হয়েছে এসময় তিনি নিজেই হ্যান্ড মাইকে কোভিট১৯  করোনা ভাইরাস সংক্রমণ হতে রক্ষা পেতে জনসাধারণকে সচেতন করে বলেন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven − 10 =