আশুলিয়ায় র্যাবের অভিযানে ৮ ছিনতাইকারী আটক

0
457

ইমদাদুল হক আশুলিয়া থেকে : ঢাকার সাভারস্থ আশুলিয়ায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইচক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার (২ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪। আটকেরা হলো- নরসিংদী জেলার আবুল হাসেম (২৮), নাটোর চেলার রাজা মিয়া (৪০), নাটোর জেলার বকুল শাহ (৩৫), গোপালগঞ্জ জেলার কাবুল শেখ (২৫), মানিকগঞ্জ জেলার জয়নাল আবেদীন (৪০), ঢাকা জেলার মো. তারেক, টাঙ্গাইল জেলার বাবুল খলিফা (৩৪) ও একই জেলার মো. তৈয়ব (৫৬)। র‌্যাব জানায়, গতকাল সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে এমন গোপন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ আট ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ছিনতাইকাজে ব্যবহৃত একটি কাচি, একটি প্লাস, দুটি সুইস গিয়ার চাকু, দুটি স্ক্রু ড্রাইভার, ছিনতাইকৃত চারটি মানিব্যাগ ও সাতটি মোবাইল। র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আটকেরা ৮-১০ জনের একটা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্নস্থানে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাই করে আসছিলো। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + 7 =