Site icon Aparadh Bichitra

সোর্সদের দৌড়-ঝাপ বৃদ্ধি তাহিরপুর সীমান্তে ৪টি ঠেলাগাড়ি সহ মদ, কয়লা ও পাথর আটক

মোজাম্মেল আলম ভূঁইয়াসুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে দিনদিন সোর্স পরিচয়ধারী চোরাচালানীদের দৌড়ঝাপ বৃদ্ধি পাচ্ছে করোনা মহামারি ঠেকাতে ভারতের যাবতীয় মালামাল আদানপ্রদান বন্ধ করা হলেও থেমে নেই সোর্স পরিচয়ধারীরা তারা দাপটের সাথে চোরাচালান বাণিজ্য করছে গতকাল মঙ্গলবার ( মে) সারাদিন ব্যাপী বিজিবি পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে পাচাঁরকৃত মদ, চোরাই কয়লা পাথরসহ ৪টি ঠেলাগাড়ি আটক করেছে বলে খবর পাওয়া গেছে কিন্তু সোর্স পরিচয়ধারী চোরাচালানীদেরকে গ্রেফতার করতে পারেনি

এলাকাবাসী সূত্রে জানা গেছেপ্রতিদিনের মতো গতকাল ( মে) মঙ্গলবার রাতে চারাগাঁও সীমান্তের এলসি পয়েন্ট, বাঁশতলা লালঘাট এলাকা দিয়ে বিজিবির সোর্স পরিচয় দিয়ে চোরাচালানী শফিকুল ইসলাম ভৈরব, রমজান মিয়া, বাবুল মিয়া গং রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে চাল কয়লার সাথে মদ,গাঁজা ইয়াবা পাচাঁর করে এঘটনার খবর পেয়ে সীমান্তের ১১৯৫ এর ৪এস পিলার সংলগ্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল মদ পায় যার মূল্য ১৮হাজার টাকা পাশর্^বর্তী টেকেরঘাট সীমান্তের লাকমা, বড়ছড়া, রজনী লাইন বুরুঙ্গাছড়া এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী ইসাক মিয়া কামাল মিয়া নেতৃত্বে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে কয়লা বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁর করে এসময় অভিযান চালিয়ে সীমান্তের ১১৯৯এর এস পিলার সংলগ্ন বরুঙ্গাছড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৪শ কেজি কয়লা আটক করে বিজিবি যার মূল্য ১৮হাজার টাকা

অপরদিকে লাউড়গড় বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে যাদুকাটা নদীপথে ভারত থেকে প্রতিদিন অবাধে পাথর কয়লা পাচাঁর করে সোর্স পরিচয়ধারী আমিনুল মিয়া, নুরু মিয়া, জসিম মিয়া, এরশাদ মিয়া নবীকুল মিয়া রফিক গং গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সীমান্তের ১২০৩ এর ৬এস পিলার সংলগ্ন শাহিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে সোর্সদের মজুত করে রাথা ১৩৫ ঘনফুট ভারতীয় পাথর ৩২০কেজি কয়লাসহ ৪টি ঠেলাগাড়ি আটক করে বিজিবি কিন্তু উপরের উল্লেখিত সোর্সদেরকে কখনোই গ্রেফতার করেনা তাই ্যাব ডিবি পুলিশের সহযোগীতা চেয়েছে সীমান্ত এলাকাবাসী

এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক তসলিম এহসান সাংবাদিকদের জানানজব্দকৃত অবৈধ মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এই অভিযান অব্যাহত থাককে