জেনে নিন কদরের রাতে কি আমল করবেন

0
561

কদরের রাতে কি কি জিকির করতে পারি

(রমদানের শেষ ১০ রাত বা বিজোড় রাতগুলোতে)

১। আস্তাগফিরুল্লাহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

২। বেশী বেশী দুরুদ পড়া। “আল্লাহুম্মা সল্লি ‘আলা মুহাম্মাদিউ ওয়া ‘আলা আলি মুহাম্মাদ”।

৩। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহ (কমপক্ষে ১০০ বার) 

৪। লা ইলাহা ইল্লাল্লাহ (কমপক্ষে ১০০ বার)                                                             

৫। “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আ’লা কুল্লি শাইয়্যিন কদির (কমপক্ষে ১০০ বার)

৬। আল্লাহুম্মা ইন্নাকা আ’ফুউন তুহিব্বুল আ’ফওয়া ফাআ’ফু আ’ন্নী। (‎‏(اللهم إنك عفو تحب العفو فاعفُ عني‏ উক্ত দোয়াটি বেশি বেশি পড়বেন। 

৭। দোয়া ইউনুস -লা- ইলা-হা ইল্লা- আন্তা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন’ । 

৮। “সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি, সুবহানাল্লাহিল ‘আযীম।” (কমপক্ষে ১০০ বার) ।

৯। “সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার” (কমপক্ষে ১০০ বার) ।

১০। “লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ” বেশি বেশি পড়তে পারেন।

১১। “সুবহানাল্লাহিল ‘আযিমি ওয়াবি হামদিহ” (যত বেশি পড়া যায়)

১২। সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

 ১৩। জাযাকাল্লাহ আন্না মোহাম্মদান মা – হুয়া আহলু (ইচ্ছে মত)

১৪। রাব্বির হামহুমা কামা রাব্বি ইয়ানি ছাগীরা ( ১০ ইচ্ছে মত)

১৫। আল্লাহুম্মা ইন্নি আস-আলুকাল জান্নাতা ওয়া আউযুবিকা মিনান্নার ( ইচ্ছে মত)

 ( আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন সহীভাবে আমল করার জন্য ! আমীন )

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 4 =