করোনা মোকাবিলায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের পরিস্থিতির সম্মুখীন হতে দেয় নি : মিজানুর রহমান মিজু

0
498

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব আমাদের প্রিয় মাতৃভূমিকে করোনা মহামারিতে রক্ষা করতে ব্যাপক ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) এর চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
আজ ১০ মে ২০২১ সোমবার সংবাদ পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মিজানুর রহমান মিজু বলেন, “করোনা ভাইরাসের কারণে আমাদের পার্শ্ববতী দেশ ভারতের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছে প্রায় ৩-৪ হাজার মানুষ। নেপালেরও অবস্থাও দিনকে দিন খারাপ হচ্ছে। পাকিস্তানের অবস্থাও বেশি ভাল নয়। সেখানে আমাদের দেশের অবস্থা তুলনামূলক অনেক ভাল। বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে।”

তিনি আরো বলেন, “বাংলাদেশ আজ করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বের কাছে রোল মডেল। দেশেই টিকা উৎপাদনের কার্যক্রম চলছে।

মাস্ক, স্যানিটাইজার, পিপিই সব জরুরী স্বাস্থ্য সেবা পণ্য দেশেই উৎপাদিত হচ্ছে। অক্সিজেনের ঘাটতিও পূরণ করা হয়েছে। এ অবস্থায় আসন্ন বাজেটে স্বাস্থ্যখাততে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।”

জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) চেয়ারম্যান জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং যে যেখানে অবস্থান করছেন সেখানেই ঈদ পালনের অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 + 18 =