বিমানবন্দর রেলওয়ে পার্কিংয়ে আক্তারের বেপরোয়া চাঁদাবাজি

0
530

 অপরাধ বিচিত্রা:রাজধানী বিমানবন্দর পার্কিংয়ের আক্তারের  নামে  চাঁদাবাজি অভিযোগ পাওয়া গেছে।

এতে ক্ষোব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন গাড়ি চালকেরা। একই সাথে স্থানীয় মানুষজন গাড়ি পার্কিং করলে তাদের কাছ থেকে জোরপূর্বক পার্কিং ফির নামে চাঁদাবাজি করা হচ্ছে।

সরজমিনে বিমানবন্দর রেলষ্টেশনের পাকিংয়ে গেলে দেখা যায়  সেখানে আগত প্রাইভেট কার কিংবা সিএনজি এবং স্থানীয়দের গাড়ি থেকে গণহারে পার্কিং ফির নামে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

 এই টাকা আদায় করে এক সময়ের চুরির মামলার আসামী আক্তার হোসেন নামে এক ব্যক্তি। এই চাঁদাবাজির বিষয়ে আক্তার হোসেন  অপরাধ বিচিত্রাকে  জানান,ভাই পরে ফোন দেন নামাজ পড়বো।

গুলশান থেকে আসা রবি নামের এক ব্যক্তি বলেন, এখানে ঘুরতে এসেছি ৫ মিনিট একটি দোকানে দাঁড়িয়ে সিগারেট কিনেছি দাড়িয়েছি কেন সে জন্য ২০ টাকা পার্কিং ফি নিচ্ছে। এখানে সম্পূর্ন চাঁদাবাজি ছাড়া আর কিছু না। খোঁজ নিয়ে জানা গেছে এখানে এই চাঁদার টাকা নেওয়া ভাগ এবং পার্কিং ফির নামের চাঁদাবাজির বেশির অংশ যায় স্থানীয় প্রশাসনের পকেটে। এ বিষয় বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ ফরমান আলীকে বার বার ফোন দিলেও তার কোন বক্তব্য পাওয়া যায় নি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 + 7 =