Site icon Aparadh Bichitra

লেবানন থেকে ইসরায়েলে ফের রকেট হামলা

লেবানন হতে ফের ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের ইহুদি বসতিকে লক্ষ্য করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক টুইটে তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।টুইটে বলা হয়, লেবানন হতে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ৬টি রকেট নিক্ষেপ করা হয়েছিলো। তবে সবগুলো ধ্বংস করা হয়েছে। রকেটগুলো লেবানন সীমান্ত অতিক্রম করতে পারেনি। আর্টিলারি দিয়ে সেগুলো ভূপাতিত করা হয়েছে। -দ্য টাইমস অব ইসরাইল ইসরায়েল-ফিলিস্তিন চলমান উত্তেজনায় লেবানন হতে রকেট নিক্ষেপের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের ইহুদী বসতি লক্ষ্য করে ৩টি রকেট হামলা করেছিলো দেশটি। তবে সেই হামলায় তারা সফলতা পায়নি। এদিকে, পশ্চিমতীরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনো হামলা চালাচ্ছে ইসরায়েল।

এই ঘটনায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে অন্তত ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। এছাড়া গত এক সপ্তাহের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দেড় হাজার জনে।