উজিরপুরে সরকারি খাল দখলমুক্ত রাখার দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

0
472

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে সরকারি খাল দখলমুক্ত রাখার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১৭ মে সোমবার সকাল পৌনে ১০ টায় বামরাইল ইউনিয়নের দক্ষিণ হস্তিশুন্ড গ্রামের মৎস্য ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন মোল্লার নেতৃত্বে সরকারি খাল দখলমুক্ত রাখার দাবীতে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনুস সরদার, শহিদ সরদার, রুবেল সরদার, কালু সরদার, আরিফ মোল্লা, রিনা বেগম, হাজেরা বেগম, হেনা বেগম, হাফেজা বেগমসহ শতাধিক বিক্ষুব্ধ নারী-পুরষ। সরেজমিনে গিয়ে দেখা যায় হস্তিশুন্ড বাজার থেকে শুরু করে বাড়ৈ বাড়ী পর্যন্ত শত বছরের প্রায় ৩ কিলেমিটার একমাত্র সরকারি খাল ক্ষমতার দাপটে অবৈধ ভাবে দখল করে বাধ দিয়ে চলাচলের স্থায়ী রাস্তা নির্মান করছে ওই এলাকার প্রভাবশালী ভূমিদস্যু মাহফুজ মোল্লা, মাসুম ফকির, মোস্তফা মোল্লা, মিজান মোল্লাসহ একাধিক ব্যাক্তি। এদিকে দখলবাজদের বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী।

১৭ মে সকাল ৬ টায় মাহফুজ মোল্লার নেতৃত্বে পুনরায় সরকারি খাল দখল করে স্থায়ী রাস্তা নির্মানের কার্যক্রম শুরু করলে এলাকার সচেতন মহলরা ঘটনাস্থল গিয়ে বাধা দিলে তাতে কর্নপাত না করায় বিক্ষুব্দ জনতা বিক্ষোভ মিছিল করেছে।

বিষয়টি উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ নাসির শরীফ উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানকে অবহতি করেন।

তাৎক্ষনিক ভাবে নির্বাহী অফিসার তসিলদার মোঃ কবিরুল ইসলামকে ঘটনাস্থল পাঠান এবং অফিসার ইনচার্জও তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পুলিশের টিম পাঠিয়ে সরকারি খাল দখলের কার্যক্রম বন্ধ করে দেয়। তাৎক্ষনিক ভাবে দখল কার্যক্রম বন্ধ করায় মহতি উদ্যোগী নির্বাহী অফিসার এবং ওসিকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

উল্লেখ্য ওই সরকারি খালটি একের পর এক প্রভাবশালী ভূমিদস্যুরা তাদের প্রয়োজনে অবৈধ ভাবে দখল করায় পুকুর, মাঝের ঘের, ডোবা, নালায় পানি শুন্যতা দেখা দিয়েছে। মৎস ব্যবসায়ীদের পানির অভাবে প্রতিবছর লোকসান গুনতে হচ্ছে।

অপরদিকে ইরি ব্লক চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। এছাড়াও অভিযুক্তরা গোবর, মলমুত্রসহ সকল ধরনের আর্বজনা-ময়লা ফেলে খালটির বেহাল দশা করেছে।

একারণে দুর্গন্ধে রোগ জিবানু ছড়ানোর আশঙ্কা করছে মানুষ। এমনকী রাস্তা দিয়ে নাক চেপে ধরে মানুষকে চলাফেরা করতে হচ্ছে। এলাকাবাসী সরকারি খাল দখলমুক্ত ও পরিবেশ দুষন মুক্ত এবং খাল পুনঃখননের দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 2 =