সুনামগঞ্জে হত্যা মামলার ৩২জন আসামী গ্রেফতার

0
373

মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জে আলোচিত শাহ মুল্লুক হত্যা মামলার ৩২জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন যাবত পলাতক থাকার পর আজ মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টায় সেচ্ছায় ৩২জন আসামী থানায় গিয়ে আত্মসমর্পন করেছে। পরে সবাইকে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়।পুলিশ জানায়- গত ১৩ মার্চ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে সরকারী খাস জায়গা দখল করা নিয়ে শামসুল হক ও পারুল তালুকদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে শাহ মুল্লুক (৪০) এর মৃত্যু হয়। এঘটনার প্রেক্ষিতে অর্ধশতাধিক লোককে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর সবাই এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের মধ্যে পাবেল মিয়া (৩০), জয় তালুকদার (২৩), আজহার মিয়া (২২), বাবু তালুকদার (২৫), রেজুম মিয়া (৩০), জসিম মিয়া (৩২), ছুটিল তালুকদার (৫০), রোমান মিয়া (২৫), ছোট মিয়া (৪০), ছলিম তালুকদার (৫২), সুজা তালুকদার (৪০), সানোয়ার তালুকদার (৫৫), সুহাদ রাজা (৩৪) আবুল খায়ের (৪৫), জাহাঙ্গীর মিয়া (৫২), অমিত (২৫), মুকুট তালুকদার (২৫), বখতিয়ার মিয়া (২০), সোহেল মিয়া (৩৮), সেজেল মিয়া (৩৫), নেকান্নুর মিয়া (৩৫), আব্দুল হাকিম (৩২), তপুর আলী (৩৪),

সালেহ আহমেদ ( ৪০), হুমায়ুন মিয়া (২২), সাদেক নুর (২৫), গোলাম কিবরিয়া (২৫), নাসির উদ্দিন (২২), আব্দুল মালেক (২৬), মীর হোসেন (২৭)সহ মোট ৩২জন এজহারভুক্ত আসামী আজ মঙ্গলবার (১৮ মে) সকালে সেচ্ছায় আত্মসমর্পন করে।

দিরাই থানার ওসি আজিজুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বিভিন্ন মাধ্যমে পলাতক থাকা হত্যা মামলার আসামীদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানিয়ে অনেক বুঝানোর পর ৩২জন আসামী আত্মসমর্পন করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen + nine =