রোজিনার নিঃশ্বর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রতিবাদ

0
419

মুজিবুর রহমান :   দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনার ইসলামের নিঃশ্বর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন ঠাকুরগাঁয়ের সাংবাদিক নেতারা । আজ বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলা শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে এ দাবি করেন তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচিতে লেখক, সাংবাদিক, ক্রীড়াবিদ, রাজনৈতিক ও শুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এসময় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু,  পীরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি/ পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস সম্পাদক ও প্রকাশ মো: মুজিবুর রহমান ,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এ্যাডভোকেট আবু তোরাব মানিক, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান,

সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, ঠাকুরগাঁও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিলন, রোড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল করিম, সাবেক ছাত্র নেতা নাজমুল হুদা স¦পন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রেজাউল করিম, হাসিনুর রহমান,

সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, সাংবাদিক আল মামুন জীবন, ইয়াসমীন রেহমানসহ বক্তারা বলেন, তথ্য চুরির অভিযোগ এনে সহকর্মী রোজিনার ইসলামকে নির্যাতন করা হয়েছে যা অনাকাঙ্খিত।

শুধু তাই নয় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে তার নিঃশ্বর্ত মুক্তিসহ মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 3 =