কুয়াকাটায় ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত বেরিবাধ পরিদর্শন করলেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার

0
457

আনোয়ার হোসেন আনু: পটুয়াখালীর কুয়াকাটায় ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতের ক্ষতিগ্রস্ত বেরিবাধ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।  সোমবার (৩১) মে দুপুর ২ টায় কুয়াকাটা সমূদ্র সৈকত  ও মহিপুরের ভাঙ্গন কবলিত এলাকা নিজামপুরের ক্ষতিগ্রস্ত বেরিবাধ পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী,কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃশহীদুল হক,কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, পানি উন্নয়ন বোর্ডের পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার সহ পাউবোর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

কুয়াকাটা সৈকতে পরিদর্শনকালে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত বেরিবাধ মেরামত করা হবে।

এবং স্থায়ী বেরিবাধ নির্মানের ক্ষেত্রে সরকারের পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বর থেকে কুয়াকাটা সৈকতে  টেকসই  বেরিবাধ নির্মাণের  কাজ শুরু হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen − 1 =