আশুলিয়া গরু-ছাগলের হাটে মানা হচ্ছেনা সরকারি স্বাস্থ্য বিধি

0
413

ইমদাদুল হক, আশুলিয়া থেকে: ঢাকার সাভারস্থ আশুলিয়া গরু-ছাগলের হাটে মানা হচ্ছেনা সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি। বুধবার (২৬ মে) আশুলিয়ার খেজুরবাগান এলাকায় আশুলিয়া গরু-ছাগলের হাট পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আশুলিয়ার খেজুরবাগান মেইন রোডের পাশেই বসেছে ছাগলের হাট। এখানে নারী-পুরুষ এবং শিশুদেরকেও কোলে চড়ে  বাজারের ভিতরে দেখা গেছে। অধিকাংশ ক্রেতা বিক্রেতারা মাস্ক পরিধান ব্যতীত ছাগল ক্রয়-বিক্রয় করছেন। আর সামাজিক দূরত্বের তো বালাই নেই। শরীর ঘেঁষা ঘেঁষি করে  ক্রেতা-বিক্রেতাদের অবস্থান। আশুলিয়া গরুর-ছাগলের হাটটি সপ্তাহে ১ দিন বুধবার বসে।  ফরিদ মাদবর নামের এক ব্যক্তি সম্প্রতি সরকার থেকে ইজারা নিয়েছেন এই হাটটি। ইজারা নেবার পরে আজ (বুধবার) ছিলো দ্বিতীয় হাট। সরেজমিন আশুলিয়া গরু-ছাগলের  হাটে গিয়েও দেখা যায় মাস্কবিহীন ক্রেতা-বিক্রেতার সমাগম। অনেকে মাস্ক পরলেও অধিকাংশদেরকেই মাস্ক ছাড়া দেখা গেছে। এছাড়া পুরো বাজারে কোথাও সাবান দিয়ে হাত ধোয়ারও কোনো ব্যবস্থা রাখা হয়নি।

তবে ইজারাদারের পক্ষে আশুলিয়া গরুর হাট বাজার কর্তৃপক্ষ মাইকে সবাইকে মাস্ক পরিধান সহ সামাজিক দূরত্ব বজায় রাখতে বললেও ক্রেতা-বিক্রেতারা সেদিকে কোনো কর্ণপাতই করছেনা।

আশুলিয়া গরু-ছাগলের হাটের ইজারাদার ফরিদ মাদবরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বিধায় হাটে সরকারি স্বাস্থ্য বিধি মানার বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।আর হাটে কর্মরত ইজারাদারের পক্ষের লোকেরাও  বক্তব্য প্রদানে অনীহা প্রকাশ করেন।

এ সময় আশুলিয়া গরু-ছাগলের হাটে একজন গরু বিক্রেতাকে হাটের ‘বিট’ না দিতে চাওয়ায় ইজারাদারের পক্ষের লোকদের সাথে বাকবিতন্ডা করতে দেখা গেছে।

এ ব্যপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান, অবশ্যই সরকারি স্বাস্থ্য বিধি  মেনে গরুর হাট পরিচালনা করতে হবে। না করলে  আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × two =