Site icon Aparadh Bichitra

কলারোয়ায় দুই ইউপি সদস্য ও ১০ কৃষকের বিরুদ্ধে মানব পাচার মামলা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় দুই ইউপি সদস্য ও ১০ কৃষকের বিরুদ্ধে বিজিবি কর্তৃক মানব পাচার আইনে মামলা দেয়ার ঘটনায় এলাকাবাসী মামলাটি প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে। বুধবার সকাল ১১টার দিকে কেঁড়াগাছি বাজারে পাঁচ শতাধিক নারী ও পুরুষ ওই মানববন্ধনে অংশ গ্রহন করে। তারা প্রতিবাদ সমাবেশে বলেন, সামনে কলারোয়ার ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন কোন পক্ষ সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত ফাঁড়ীর বিজিবির নায়েক আহসান হাবিবকে প্রভাবিত করে ইউপি সদস্য মহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, কৃষক জহুরুল হক, ইউনুছ মন্ডল, ইমান আলী, হাসানুর, আলম হোসেন, আনারুল ও জাহাঙ্গীর হোসেনের নামে হয়রানী মুলক মামলা করান। প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, সামনে কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদ প্রার্থী মহিদুল ইসলাম, তৌহিদুল ইসলামের পক্ষে নিরহ কৃষক জহুরুল হক, ইউনুছ মন্ডল, ইমান আলী, হাসানুর, আলম হোসেন, আনারুল ও জাহাঙ্গীর হোসেন ভোটের কাজ করছেন। সে জন্য প্রতিপক্ষরা বিজিবিকে দিয়ে হয়রানী মুলক মামলা দিয়েছে। তারা অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবী জানান।

একই সাথে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত ফাঁড়ীর বিজিবির নায়েক আহসান হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা ৩৩ বিজিবির সিও, টুআইসি, অপস অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন- ইমাম মাওলানা মনিরুজ্জামান, তৌহিদুজ্জামান, আবু বক্কর সিদ্দিক, আশরাফুল ইসলাম, আঃ আলিম, মকবুল গাজী,

ফারুক হাজরা, মফি সানা, শেখ সৈয়দ আলী, সালাম, রবিন দাস, ইউসুফ গাজী, সিরাজুল ইসলাম, রেজাউল সরদার, দিদার মন্ডল, সাঈদ, আবদার, মুন্না, জয়নাল সানা, জাহানারা বেগম, মাসুরা খাতুন, আনজুয়ারা, রহিমা, সাথি, মধু, তাজমিরা, রওশনারা, শেখ আঃ হাকিম প্রমুখ।