শ্রদ্ধা-ভালবাসায় কাজিপুরে মোহাম্মদ নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

0
768

কাজিপুর প্রতিনিধিঃ  সিরাজগন্জের কাজিপুরে নানা কর্মসুচি ও নেতা কর্মী সমর্থকের শ্রদ্ধা  ভালবাসায় পালিত হলো বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক স্বাস্থ্যও স্বরাষ্ট্র  মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী। মোহাম্মদ নাসিমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছেন।কর্মসূচীর মধ্যে রয়েছে প্রয়াতের কবরে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, দরিদ্রদের মাঝে খাবার ও হুইল চেয়ার বিতরণ। রোববার (১৩ জুন)সকাল থেকে  সিরাজগঞ্জের  কাজিপুরসহ বিভিন্ন দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতীয়  পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মোহাম্মদ নাসিমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে দলীয় কার্যালয়ে উপজেলা আঃলীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অংশ নেন নাসিম পুএ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বেলা ১১ টার দিকে কাজিপুর উপজেলা পরিষদ মাঠে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় কাজিপুর সিরাজগঞ্জ সদর  ও পাশের ধুনট, শেরপুর ও সরিষাবাড়ী উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী স্মরণ সভায়  যোগ দেন। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য’র সভাপতিত্বে ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ  সম্পাদক  সাইদুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন,

মোহাম্মাদ নাসিম ছিলেন সারা বাংলা ও উত্তর বঙ্গের জননেতা, আমার রাজনৈতিক শিক্ষাগুরু। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,  প্রাণের মায়া উপেক্ষা করে মোহাম্মাদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে রাজপথের আন্দোলনে অগ্ৰসৈনিক ছিলেন,

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ লালন করা একজন নিবেদিত প্রাণ দেশ প্রেমিক ছিলেন। তিনি আমার পিতৃতুল্য ছিলেন, যার ঝণ কোন দিন পরিশোধ করা পারবো না। তার স্নেহে আজ আমি রাজনীতিতে প্রতিষ্ঠিত।

আমি তার আদর্শকে ধারণ করি লালন করি, অস্থিত্বের টানে পিতাকে শ্রদ্ধাভরে স্বরণ করতে কাজিপুর এসেছি। এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, নাসিমপূত্র সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড কে এম হোসেন আলী হাসান,

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও কাজিপুর উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান, ধুনট উপজেলা আ. লীগের সভাপতি  নুরুন্নবী তারিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ  প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগন্জ- সদরের সাংসদ ডাঃ হাবিবে মিল্লাত মুন্না,  উপজেলা ভাইসচেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,শাপলা খাতুন, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার সহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়নেরচেয়ারম্যান গন আওয়ামীলীগও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দসহ সাধারণ মানুষ ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen + eight =