কৃষি খাতে কৃষক ডিসির মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত

0
382

রংপুর প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন এর উদ্যোগে জাতীয় বাজেটের উন্নয়ন খাতের ৪০ভাগ কৃষিখাতে বরাদ্দ করে কৃষি ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে হাটে হাটে ক্রয় কেন্দ্র খোলা,কৃষকদের বকেয়া কৃষিঋণ মওকুফ,সার্টিফিকেট মামলা প্রত্যাহার,ক্ষেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা বিধান করা,গ্রাম-শহরে আর্মি রেটে রেশোনিং চালু করাসহ ১৫দফা দাবিতে বিক্ষোভ -সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন, রংপুর জেলার আহবায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু।বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন রংপুর জেলার সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতু,সদস্য এমদাদুল হক বাবু, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর মহানগরের আহবায়ক শহিদুল ইসলাম সুমন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,রংপুর মহানগরের আহবায়ক সাজু বাসফোর প্রমুখ।

বক্তারা বলেন, ৩জুন যে জাতীয় বাজেট ঘোষণা করা হলো তা কৃষি ও কৃষক বাঁচানোর জন্য হয়নি বরং পুঁজিপতি শিল্প মালিকদের তোষণ করার জন্য হয়েছে।আমাদের দেশের ১৮কোটি মানুষের খাদ্য দাতা এই গরিব কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না।

সরককরি ঋণের সুবিধা না পাওয়ায় ফসল ফলাতে মহাজনী ও এনজিওদের কাছে ঋণ নিয়ে সর্বশান্ত হচ্ছে ।কৃষকদের বাঁচাতে চাই সরকারি সহায়তায় সার,বীজ, কীটনাশক ইত্যাদি সরবরাহ করা।

বক্তারা আরো বলেন প্রতিটি ইউনিয়ন হেলথ্ সেন্টারে এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে বিনামূল্যে ঔষধ সরবরাহ ও দূর্নীতি রোধ করতে হবে।সমাবেশ শেষে প্রতিনিধি টিম রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীকে স্মারকলিপি পেশ করে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen − 7 =