পটুয়াখালীতে ভাতিজার বিরুদ্ধে মাছের ঘেরের বাঁধ কাটার অভিযোগ

0
524

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের মাইটভাংগা গ্রামে পুর্ব শত্রæতার জের ধরে ভাতিজার বিরুদ্ধে মাছের ঘেরের বাঁধ কেটে ফেলার অভিযোগ করেছেন চাচা। চাচার দখলে থাকা ঘেরটি গত শুক্রবার ভাতিজা কবির মোল্লা জোরপূর্বক কেটে ফেলেছে। এতে চাচার প্রায় ১০ লাখ টাকার মাছ খালে বিলে নেমে যায়। এমন অভিযোগে এনে মঙ্গলবার সকাল ১১ টায় ভুক্তভোগী লতিফ মোল্লা কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে লতিফ মোল্লা বলেন, প্রতিকার চেয়ে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ জনপ্রতিনিদের সহযোগিতা চেয়েছি। কোন বিচার পাইনি। শেষ আশ্রয়স্থল হিসেবে আপনাদের সংবাদকর্মীদের শরণাপন্ন হয়েছি।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি জানান, কবির মোল্লাসহ স্থানীয় একটি মহলের যোগসাযোগে পরিকল্পিতভাবে তার এ সর্বনাশ করেছে তারই আপন ভাতিজা। এ বিষয়ে চাচার অভিযোগের সত্যতা স্বীকার করে অভিযুক্ত কবির মোল্লা বলেন, মাছের ঘেরসহ পারিবারিক সম্পত্তির মালিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ওইসব বিষয়ে নিস্পত্তি না হওয়ায় মাছের ঘেরের বাঁধ কেটেছি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এসব বিষয়ে কেউ থানায় লিখিত বা মৌখিক আভিযোগ করেননি। অভিযোগ পেলে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ওসি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 9 =