বিট পুলিশং সভা অনুষ্ঠিত ২১জুন২০২১ লাকসাম রেলওয়ে প্লাটফরমে জনতাই পুলিশ পুলিশই জনতা অফিসার ইনচার্জ লাকসাম রেলওয়ে থানা

0
644

মোঃ খোরশেদ আলম, লাকসাম: চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার নির্দেশনায় ক্রমে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ,মোঃনাজিম উদ্দিন সভাপতিত্বে লাকসাম রেলওয়ে স্টেশন প্লাটফরমে মাদক, চোরাচালান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধকল্পে বিট পুলিশিং সভা ও মাস্ক বিতরণ করেন এবং তিনি বলেন আমি যত দিন লাকসাম রেলওয়ে থানায় অফিসার ইনচার্জের দ্বায়িত্বে আছি মাদক ব্যবসায়ি ও টিকেট কালো বাজারিদেরকে জিরো টলারেন্স করার ঘোষনা করলাম, তিনি যাত্রীদের উদ্দেশ্যে বলেন ট্রেন সম্পূর্ণ থামার পর সাবধানে ট্রেনে উঠুন এবং ট্রেন থেকে নামুন।ট্রেনের ছাদে ইন্জিনে ও বাফারে ভ্রমন থেকে বিরত থাকুন।অপরিচিত ব্যক্তির দেয়া কোন খাবার বা পানি গ্রহন করবেন না । এতে আপনি প্রতারিত হতে পারেন। নিজ নিজ ব্যাগ ও মূল্যবান জিনিস সাবধানে রাখুন।আপনাদের আাশে পাশের ব্যাক্তিদের গতিবিধির প্রতি লক্ষ রাখুন সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে আবহিত করুন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলার মোহাম্মদ উল্লাহ বলেন বাংলাদেশের জাতীয় সম্পদ রেলওয়ে এই সম্পদ আমাদের সঠিকভাবে রক্ষা করা সর্ব সাধারণের কতব্য। রেলওয়ে কোন রকম টিকেট কালোবাজারি করিলে রেলওয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আবহিত করিবেন আরও বলেন অপরাধ কারি কোন দলের বা যে কেউ হক নয় কেন।

আরও উপস্থিত ছিলেন মোঃজাহাঙ্গীর আলম ১নং ওয়ার্ড সভাপতি আওয়ামিলীগ, ছিলেন লাকসাম রেলওয়ে থানার এস আই আব্বাস কবির চৌধুরী, এস আই মোঃ নফিল উদ্দিন, এস আই মুহাম্মদ জামান মস্তোফা, এস আই মোঃ আলী আকবর, রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জনাব হাছান আহমেদ পলাশ

মাহবুব মোরশেদের ফারুক সাধারন সম্পাদক ১নং লাকসাম পৌরসভা যুবলীগ ,মোঃআমিন সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড যুবলীগ লাকসাম পৌরসভা , মোঃ সোহাগ সভাপতি ছাএলীগ ১ং ওয়ার্ড লাকসাম পৌরসভা, আব্দুল কাদের আহাব্বায়ক সেচ্ছাসেবকলীগ ১নং ওয়ার্ড লাকসাম পৌরসভা এবং রাজনৈতিক ও বিভিন্ন নের্তৃবৃন্দ

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 − 1 =