মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৭

অন্তত ৬৬ জন আহত ও দগ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

0
695

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এছাড়া অন্তত ৬৬ জন আহত ও দগ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের তথ্যমতে চিকিৎসাধীন থাকা আহতদের কেউই এখনও আশঙ্কামুক্ত নন।
রোববার (২৭ জুন) সন্ধ্যায় মগবাজার এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আজ সকাল পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অর্ধশতাধিক আহত অবস্থায় ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

দগ্ধদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন আছেন- রাসেল (২৪), জাকির হোসেন (৪০), স্বপন (২২), নয়ন (৩২), মোতালেব (৪০), আবুল কালাম (৩৫), মো. পইমল হোসেন (৪০)  মোস্তাফিজ (৪৫), নবী (২৮),আজাদ (৩৫) ও ইমরান। এদের মধ্যে স্বপন নামে একজন মারা গেছেন। মৃত অবস্থায় দুজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, মগবাজারের দুর্ঘটনায় মোট ১৭ জনকে এখানে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে আমরা মৃত অবস্থায় পাই। তিন জন ছিলেন দগ্ধ । এর মধ্যে দুজনকে আইসিইউতে, একজনকে এসডিইউতে রাখা হয়েছে।তিনি আরও বলেন, দগ্ধ তিন জনের অবস্থা খুবই খারাপ। শরীরের নব্বই ভাগই পুড়ে গেছে। তাদের ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। বাকি আহতদের কারও শরীরে ক্ষত হয়েছে, কারও পা ভেঙে গেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen + 7 =