শেখ হাসিনার বাংলাদেশ ভুমি দস্যুর দিন শেষ

0
491

তারাগঞ্জ প্রতিনিধি: ভুমিদস্যু, চাদাবাজ, প্রতারক, মাদক ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে অপরাধ বিচিত্রার খুরধার লিখন প্রজ্জলিত অগ্নিশিখায় আলোকিত হয়ে কালো অস্তানে ঢাকা বিবর্তীত মুখগুলো জাতীর কাছে প্রকাশ করতে বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ।  গরীব ভুমিহীন, গৃহহীন, হতদরিদ্রগন পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার, আবাসন প্রকল্পের আওতায় গুচ্ছ গ্রামে ঘর। রংপুর জেলা তারাগঞ্জ উপজেলা ৫নং সয়ার ইউ,পি চেয়ারম্যান এস,এম মহিউদ্দিন আজম কিরন এর অক্লান্ত পরিশ্রম, উপজেলা প্রশাসনের অকল্পনীয় সহযোগিতায় জেলা প্রশাসক মহাদয়, সরকারী খাস জমি ভুমিদস্যুর দখলমুক্ত করে সেখানে দুইটি গুচ্ছ গ্রাম নির্মান করে উজ্জল দৃষ্টান্তের সৃষ্টি করেন। এবার ভুমিহীন গৃহহীন হতদরিদ্র পরিবারগুলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে হাস্যজ্জল যেন খুজে পেয়েছে তাদের স্বপ্নের ঠিকানা। উক্ত ইউয়নের ১নং ওয়ার্ড মৌজা শ্যামগঞ্জে এ পর্যন্ত ২০শতাংশ পরিবার হতদরিদ্র, ভুমিহীন। বর্তমানে তারা কেহ স্কুলের জমিতে, কেহ দেবস্থানের, কেহ ভুমি অফিসের, কেহ অন্যের জমিতে রোদের তাপ ও ঝড় বৃষ্টি থেকে রক্ষা পেতে ঝুপরী ঘরে স্ব-পরিবারে মানবেতর জীবন যাপন করছেন। চেয়ারম্যান হয়তো অজ্ঞাত। শ্যামগঞ্জ মৌজায় ১/১ খতিয়ানভুক্ত যাহা দীর্ঘ বছর ধরে প্রভাবশালীগন উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্তৃক লিজ প্রাপ্ত হয়ে সাবলিজ দিয়ে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে এবং কেহ লীজ ছাড়াই অবৈধ্ স্থাপনা পাকা বাড়ী নির্মান করে মালিকানা দাবি করছেন।

অপরাধ বিচিত্রার অনুসন্ধানে পাওয়া একাংশ প্রকাশে মৌজা শ্যামগঞ্জ, জে,এল নং ০৯, আর,এস খতিয়ান নং ১/১, আর,এস দাগ নং ৭৬/৭৭, সাবেক দাগ নং ৯৩/৯৪, সংলগ্ন ২ দাগে জমি ৯০ শতক, আর,এস দাগ নং ২০৪, সাবেক দাগ নং ০৮, জমি ৭৮ শতক, আর, এস দাগ নং ২৭৯, সাবেক দাগ নং ৪৩৯, জমি ২ শতক, আর, এস দাগ নং ২২৭, সাবেক দাগ নং ১০৩, জমি ৩২ শতক, আর,

এস দাগ নং ৫৯৯, সাবেক দাগ নং ৪২২, জমি ২৭ শতক, আর,এস দাগ নং ৭৯, সাবেক দাগ নং ৯৫, জমি ৯০ শতক, আন,এস দাগ নং ২৩৯, সাবেক দাগ নং ৫৫৯, জমি ৫৭ শতক। অনুসন্ধানী টিম সয়ার ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা তরিকুল ইসলাম এর নিকট লিজ ব্যাপারে জানিতে চাইলে তিনি বলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্তৃক লিজ প্রাপ্ত হয়ে উক্ত জমি নিজে চাষাবাদ করতে হবে। কোনো সাবলিজ বা বর্গা দিলে তার লিজ অবশ্যই বাতিল হবে।

ইহা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ ও লিজ আইনের পরিপন্থি।  কর্মকর্তাকে এলাকার ভুমিহীনদের ব্যাপারে অবগত করলে তিনি বলেন শ্যামগঞ্জ মৌজায় অনেক এক এক খতিয়ান ভুক্ত খাস জমি আছে বটে, কিন্তু ইহার কোনো বন্ধবস্ত হয় না। জমিগুলি এক খতিয়ানভুক্ত খাস করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবশ্য সুপারিশ করিব।

এলাকাবাসী অপরাধ বিচিত্রাকে জানান, শ্যামগঞ্জ মৌজা সংলগ্ন কূর্শা মৌজা জনবহুল এলাকায় ৯৯ভাগ কৃষক ও কৃষকের আবাদী ফসল ধানপাট, ভুট্টাগম ইত্যাদি বাড়িতে নেওয়ার বাহন ব্যাটারী চালিত ভ্যান, ট্রলি, অটো ইত্যাদি। ৪০ এর দশকের জনগনের নিত্য চলাচল প্রয়োজনীয় রাস্তা যাহার খতিয়ান নং ১, আর,এস দাগ ১৯৯৫, সাবেক দাগ ১৯৯৫, আর,এস দাগ ২০১০, সাবেক দাগ ২০০৩,

কুখ্যাত প্রভাবশালী ভুমিদস্যুগন রাস্তাটি কেটে চাষ উপযোগী করিয়া নিজ মালিকানা দাবি ও সম্পুর্ন ভাবে কোনো যানবাহন বা লোক চলাচল বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে ২নং কূর্শা ইউ,পি চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করিয়াও কোনো ফল পাওয়া যায় নাই। ফলোআপ চলবে….

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven − 3 =