ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
441

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ভেলাজান বাজার নামক স্থানে সাড়া দেশের ন্যায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ৪-ই জুলাই রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় এই ভ্রম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় ২ জনকে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। এ সময় সেনাবাহিনী, আনসার বাহিনী, গ্রাম পুলিশ সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্ব সংবাদ কে জানান, সাড়া বিশ্বে করোনা আবার ভয়াবহ রূপ ধারণ করেছে তারই প্রেক্ষিতে ভ্রম্যমান আদালতের কার্যক্রমের শুরু হয়েছে।

সেই সাথে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও মাস্ক পরিধান করে চলাফেরা পরামর্শ দেন। তিনি আরোও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine + 1 =