পাকিস্তানের বিখ্যাত এক আলেম চার বিয়ে করেছেন

0
1025

 তার প্রথম স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করল, আপনি এতে কষ্ট পাননি? মহিলা বললেন, মানুষ হিসেবে তো কষ্ট পাবই! কিন্তু আল্লাহ তা’আলা তাকে এ অধিকার দিয়েছেন। এখন কি আমি আল্লাহর দেয়া অধিকারের বিরুদ্ধে লড়াই করব? বরং আমি নিজেকে এই বলে সান্ত্বনা দেই, এটা আমার জন্য আল্লাহর পরীক্ষা। তিনি দেখতে চান, তাঁর দেয়া বৈধ বিষয়ে আমি কতটা ধৈর্যধারণ করতে পারি।

একাধিক বিয়ে বৈধ৷ এটা আপনাকে মানতে হবে। বিনা বাক্য ব্যয়ে মানতে হবে। কোনো যুক্তি-টুক্তি চলবে না। যারা একাধিক বিয়ে করে, তাদের দেখে নাক সিটকানো যাবে না।

বলা যাবে না- “আরে ধুর! চরিত্র ভালো হলে কি আর দুই বিয়ে করে”! যদি বলে থাকেন, তাহলে নতুন করে কালিমা পড়ে নেন। কারণ আপনি কুফরি করেছেন। পতিতালয়, যিনা, ব্যভিচার বন্ধ করুন, প্রয়োজনে একসাথে সর্বোচ্চ চারটি বৌ রাখুন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + 8 =