নামাজ ফরজ হওয়ার পর রাসুল (সা:) প্রথম কি নামাজ পড়েছেন

0
465

রাসুল (সা.) তাঁর ওপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পর সর্ব প্রথম জোহরের সালাত আদায় করেছিলেন। যেমন হাদিছে এসেছে, আবু বারাজাহ আসলামি (রা.)-কে রাসুল (সা.)-এর সালাতের সময় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাসুল (সা.) জোহরের সালাত যাকে তোমরা প্রথম ছালাত বলে থাক, সূর্য ঢলে পড়লে আদায় করতেন। (বুখারি, হাদিস : ৫৪৭; মিশকাত হাদিস : ৫৮৭)

হাসান (রহ.) বলেন, রাসুল (সা.) প্রথম যে সালাত আদায় করেছিলেন তা ছিল জোহরের সালাত। এ সময় জিবরিল (আ.) এলেন। তিনি সামনে দাঁড়ান, তাঁর পেছনে রাসুল (সা.) এবং তাঁর পেছনে সাহাবিরা দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন (মুছান্নাফে আব্দুর রাজজক, হাদিস : ১৭৭১; ফতহুল বারি ২/২৭; ইহ্কামুল আহকাম ১/১৬৭; সুবুলুল হুদা ৩/১১৩)।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 4 =