স্বাস্থ্যবিধি মানতে হবে পর্যটকদের, রাত ৮টার পর সৈকতে প্রবেশ নিষেধ

0
585

পটুয়াখালী প্রতিনিধি : দীর্ঘ ১৪০ দিন বন্ধ থাকার পর খুলে দেয়া হচ্ছে
সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা । পর্যটনমুখী ব্যবসায়িদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষে বুধবার বিকেল উপজেলা প্রশাসনের উদ্যোগে হলিডে হোমস্’র হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার,মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জনের পরিদর্শক বদরুল আলম, হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এম এ মোতালেব শরিফ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের, ওয়াল্ড ফিস পটুয়াখালী জেলা সহকারী গবেষক সাগিরকা স্মৃতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াস তুষর, সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন আনু, হোটেল সমুদ্র বাড়ির ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম মিরন, আন্ধারমানিক ট্যুরিস্ট গাইড সভাপতি কেএম বাচ্চু, ট্যুরিস্ট গাইড হুমায়ুন কবির, ফটোগ্রাফার এসোসিয়েশন নেতা মো.তৈয়ব, খাবার হোটেল মালিক সমিতির পক্ষ থেকে কলিম মাহামুদসহ আরো অনেকে।

বক্তারা বলেন, কুয়াকাটায় যে সকল পর্যটকরা আসবেন তাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর আবাসিক হোটেলগুলোকেও স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের রাখতে হবে। এছাড়া রাত আটটার পরে কোন পর্যটক সৈকতে নামতে পারবেন না। আবাসিক হোটেল, মোটরসাইকেল চালক ও খাবার হোটেল গুলোকে ভাড়া ও খাবারের নির্ধারিত তালিকা প্রণয়ন করার জন্য বলা হয়েছে। এছাড়া সভায় পর্যটক সেবা ও হয়রানি বন্ধে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

উল্লেখ্য গত পহেলা এপ্রিল থেকে কোভিট-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ১৯ আগস্ট থেকে হোটেল মোটেল খুলে দেয়া হয়েছে। ইতিমধ্যে হোটলে মোটেল ও রেস্তোরাগুলো পরষ্কিার পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি মেনে পর্যটক বরণে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন পর্যটনমুখী ব্যবসায়ীরা। 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − nineteen =