প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামী রঞ্জু গ্রেফতার

0
655

২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আরিফুর রহমান ওরফে রঞ্জু । গত শুক্রবার(২০ আগস্ট) রাজধানীর হাজারীবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২১ আগস্ট) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার(গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার।

ব্রিফ করছেন অতিরিক্ত পুলিশ কমিশনার(গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার।

এ কে এম হাফিজ আক্তার জানান,গ্রেফতারকৃত রঞ্জুর পিতা মৃত লুৎফ্ফর রহমান ও দাদা মৃত মাহবুবুর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত থেকে দেশের স্বাধীনতার বিরোধিতা করে।

রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া সরকারী কলেজে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল। সে ছাত্রদলের নেতৃত্ব দিতো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় ২০০২ সালের ৩০শে আগষ্ট সাতক্ষীরা জেলায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়া থানা এলাকায় গ্রেফতারকৃত রঞ্জুর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা করে।

এ ঘটনায় রূজুকৃত মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত ৫০ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ৩রা ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলার রায়ে আসামী রঞ্জুকে ১০ বছর কারাদণ্ডসহ অন্যান্য আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। ঘটনার পর থেকেই আসামী রঞ্জু পলাতক ছিল।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + eighteen =