জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে জাতীয় জাদুঘর নির্মাণের দাবি

0
511

বিশেষ প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যু বার্ষিকী গতকাল কবির সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদনসহ রুহের মাগফেরাত কামনা করা হয় । জাতীয়, বিদ্রোহী, সাম্যের, দ্রোহ, প্রেম ও মানবতার কবির জীবনী সমন্ধে কিছু আলোচনাসহ কিছু কবিতা পাঠ করা হয় এবং জাতীয় কবির নামে দীর্ঘ দিন ধরেই আমরা এ সংগঠনগুলি কবির স্মৃতি সমস্ত কিছু গুছিয়ে একটি যাদুঘর কবির নামে করার দাবি প্রতিবারের মত এবারও জানানো হয়। এছাড়া একক ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে যাদুঘরের দাবি নিম্নক্ত সংগঠনগুলি করে আসছে, তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, তারা নিউজ বিডি ডট কম (টিএনবি), এস এস জে আর টিভি, কে এ জে আর আর আর ফাউন্ডেশন, বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন জামান লক্ষন স্মৃতি পরিষদ, খন্দকার রবি উজ জামান সিপার স্মৃতি পরিষদ, বাংলাদেশ ক্যামেরা ক্লাব ও নিরাপদ বাংলাদেশ চাই। সংগঠনগুলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মাসুদ-উজ-জামান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen + 3 =