Site icon Aparadh Bichitra

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু, আহত ৫

মোজাম্মেল আলম ভূঁইয়া : সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আরো ৫ যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম- জাকির হোসেন (২২)। সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার লামা পারকুল গ্রামের আব্দুল হান্নানের ছেলে। রবিবার (২৯ আগষ্ট) বিকাল অনুমান সাড়ে ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আহত যাত্রী জাকির হোসেনকে মৃত বলে ঘোষনা করেন। এরআগে দুপুর ২টায় ছাতক-সিলেট সড়কের গড়গাঁও-তকিপুর গ্রামের সামনে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জাকির হোসেনসহ ৬ যাত্রী আহত হয়। এই দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীবাস ও সিএনজি চালিত অটোরিক্সা আটক করে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন- দুর্ঘটনার পরপর হেলপার ও চালকরা তাদের গাড়ি রেখে পালিয়ে যাওয়ার কারণে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।